Writer : ডা. কাওসার
ঢামেক, কে-৬৫
Gout বা বাংলায় যেটাকে গেঁটেবাত বলে, সেটার ধরণ ধারণ সহজ মনে হলেও আমার কাছে বেশ হিজিবিজি !
এই যেমন এটা হয় uric acid এর জন্য, কিন্তু 90% রোগী যাদের রক্তে uric acid অনেক বেশি কিন্তু Gout হয় না আজীবনেও!
আবার এক রোগী এলো ক্লিনকাট Gout এর symptoms নিয়ে কিন্তু uric acid টেস্ট করে দেখা গেল সেটা একদমই Normal।
Serum uric acid এর সাথে Gout এর এই অদ্ভুত সম্পর্কের কারণ হল, এই serum uric acid এর কতটকু ওই joint এ যাচ্ছে এবং joint এর inflammation করছে। তার মানে হল, serum এ uric acid বেশি থাকলেই যে joint এ যেয়ে gout বাঁধিয়ে বসবে তা যেমন নয়, তেমন serum এ normal কিন্তু সেটাই joint এ যেয়ে Gout করবে না তাও নয়!
এইসব হিজিবিজি কথা বলার উদ্দেশ্য অনেককে দেখি S. uric acid বেশি পেয়েই ফটাফট uric acid lowering থেরাপি start করতে, যা মোটেও নিয়ম সম্মত না ! কারণ যত বেশিই uric acid থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত no symptoms, no treatment !
আবার অনেকে আছে রোগী Acute gout নিয়ে আসছে দিয়ে দিলাম Allopurinol, Febuxostat, এটাও ঠিক না, acute condition এ এগুলোর কোন role নাই, প্রয়োজনে দিতে হবে 6 সপ্তাহ পর। acute condition এ inflammation কমানোর জন্য আমরা যা দিতে পারি তা হল,
- খুব দ্রুত কাজ শুরু করে এমন NSAID যেমন Naproxen, Diclofenac, Indomethacin.
এখন রোগীর যদি Heart failure থাকে তাহলে NSAID fluid overload করতে পারে তাই তখন এগুলো দেয়া যাবে না, এবং যদি Renal impairment থাকে তখনও দেয়া যাবে না। তখন NSAID এর বিকল্প হিসেবে, - Cholchicine দেয়া যায়। এটার বেশ কিছু side effects আছে,
- GI upset – ডায়রিয়া, বমি।
- Bone marrow suppression
- Peripheral neuropathy
- Renal damage
- Clouding of cornea
তাই NSAID এর বিকল্প হিসেবে Cholchicine ব্যবহারের পর রোগী যদি উপরের side effects এর জন্য হা হুতাশ করে তখন Cholchicine ও বাদ। এখন শেষ ও তিন নম্বর option হিসেবে on only সর্বরোগের মহৌষধ,
3.Corticosteroid – oral অল্প দিনের জন্য, বা IM injection.
উপরের তিন অপশনে Acute Gout এর ব্যাথা ও প্রদাহ কমিয়ে তারপর Allopurinol বা Febuxostat দেয়া যায়, যদি Hyperuricemia থাকে, সেটা কমানোর জন্য। এখন ধরুন acute condition ভাল হয়ে গেল। আমি রোগীকে বললাম, ‘আসেন ৬ সপ্তাহ পর, তখন নতুন একটা ওষুধ দিব, রোগী ৬ সপ্তাহ পর আসলো, ওষুধ দিয়ে ছেড়ে দিবো?
না, দেয়ার আগে যা যা ভাবতে হবে,
- রোগীর এটাই ছিল প্রথম attack । acute condition এর ট্রিটমেন্টে ব্যাথা কমে গেছে, আর ব্যাথা হয়নি, এখনও ব্যাথা নাই, তাহলে ওষুধের প্রয়োজন নাই। যতই Hyperuricemia থাকুক না কেন, Uric acid lowering ওষুধ তখনই দিব যখন Recurrent acute gouty attack থাকবে।
- ওষুধ তখনই দিব যখন tophaceous gout থাকবে। এই tophi গুলো দেখা যায় fingers, hand, wrist, forearm, elbow এর extensor surface এ, পায়ের tendo achilles এ, কানের লতিতে।
- affected joint এর x-ray করে দেখা গেল শুধু inflammation না, দীর্ঘদিনের inflammation এর ফলে bone & joint damage আছে।
- Uric acid বেশি, renal stone এর history আছে, কোন টাইপ এর stone সে ব্যাপারে হয়ত নিশ্চিত না, কিন্তু hyperuricemia দেখে ধরে নেয়া যায় সম্ভবত urate stone.
- Renal impairment এর রোগী, তাই uric acid ঠিকমত excrete out করতে পারছে না।
উপরের শর্তগুলোর যে কোনটা fulfill করলেই Uric acid lowering agent শুরু করার নিয়ম।
কোন ওষুধ কিভাবে শুরু করতে হবে সে ব্যাপারেও একেকজনকে এক এক রকম চিকিৎসা দিতে দেখি, যদিও First line হল Allopurinol, কিন্তু অনেকে Febuxostat দিয়ে শুরু করেন।
- First line: Allopurinol. side effects সহ্য করতে পারে না, Heart failure, severe Kidney impairment আছে সে সব ক্ষেত্রে,
- Second line: Febuxostat
এই First ও Second line দুটোই xanthine oxidase inhibitor, দুটোই uric acid synthesis কমায়। এছাড়া আরো কিছু ওষুধ আছে যারা অন্যভাবে uric acid কমায়,
- Probenecid, Sulfinpyrazone: এরা Kidney দিয়ে uric acid re-absorption inhibit করে।
- Rasburicase, Pegloticase: এরা blood র uric acid কে inactive ও more soluble Allantoin এ রূপান্তর করে।
তাহলে উপরের নিয়মে Uric acid কমানোর Treatment দিতে পারি।
ট্রিটমেন্ট পড়া শেষ, কিন্তু রোগ কিভাবে ডায়াগনোসিস হল তা এখনও পড়া হয়নি। ধরুন আমি একজন নিধিরাম সর্দার, যার ঢাল নেই, তলোয়ার নেই, অর্থাৎ কাছাকাছি lab facilities নাই, রোগীর history আর examination নই আমার একমাত্র সম্বল।
- Gout এর maximum প্রায় 50% রোগী এসে বলবে তার great toe তে ব্যাথা ফোলা (First MTP joint), এছাড়া পায়ের TMT joint, Ankle, Knee, হাতের small joint, wrist, elbow এসবে হতে পারে।
দুটো কথা মাথায় রাখা যায়, - খুব বড় joint যেমন Hip, Shoulder এ সাধারণত হয় না।
- আর একসাথে একটা joint এ হয়, অর্থাৎ Monoarthritis এর অন্যতম D/D হল Acute Gout. তবে Chronic condition এ একাধিক joint একসাথে আক্রান্ত হতে পারে।
Osteoarthritis বা inflammatory arthritis এ রোগী যেমন অনেকদিনের intermittent history দেয়, তেমন না দিয়ে এখানে দিবে acute history, এমনই acute যে 2-6 ঘন্টার মধ্যে গিঁট ফুলে লাল আর ব্যাথায় টনটন করছে, এতটাই ব্যাথা যে রাতে ঘুমাতে পারে না। - Affected joint examination নে সেখানে swelling, redness, tenderness থাকবে। আর tophaceous gout হলে উপরের joint গুলোর extensor surface এ গোঁটা গোঁটা Tophi দেখা যাবে, অনেক সময় tophi এর উপরের skin এ ulcer ও secondary infection ও থাকতে পারে।
এসব শুনে দেখে Acute Gout মাথায় রেখে Acute Gout এর উপরের চিকিৎসা দেয়া যায়, সাথে D/D হিসেবে অবশ্যই মাথায় রাখা যায়,
- Septic Arthritis
- Reactive Arthritis
এসব আলাদা করার জটিলতায় এখন না যাই, তবে রোগীর ongoing বা previous কোন infection আছে কিনা সে ব্যাপারে একটু জিজ্ঞেস করে নেয়াই ভাল।
Acute condition এর চিকিৎসা দিয়ে বিশেষজ্ঞের কাছে রেফার করে দেয়াটা উত্তম, কারণ সেখানে affected joint fluid aspirate করে polarized light microscopy এর মাধ্যমে Needle shaped Monosodium urate monohydrate crystal পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে এটা আসলেই Gout, না অন্য কিছু।
আর রোগী যদি একান্তই না যেতে চায় সেক্ষেত্রে নাই মামার চেয়ে কানা মামার মত একটা S. Uric acid এর এডভাইস দেয়া যায়। এটা বেশি পেলে আপনি আপনার Gout সংক্রান্ত চিন্তার পথে অনেকটাই ঠিক আছেন এটা মেনে নিয়ে বাকি চিকিৎসার পথে আগানোর চিন্তা করতে পারবেন। আর কম পেলে, শুরুতে যেমন পড়েছি তেমন কিছুটা ধোঁয়াশার মধ্যে থাকতে হবে এই যা। পাশাপাশি অন্য কোন septic বা inflammatory arthritis সন্দেহ হলে FBC, ESR, CRP করে সেসব সন্দেহ exclude করা যেতে পারে।
আর হ্যা, এক বড় ভাইয়ের জিজ্ঞাসা ছিল, তার রক্তে uric acid বেশি, তাই ডাক্তার তাকে সব ধরণের ফল খেতে নিষেধ করেছেন! আমার মনে হয় বড় ভাই ভুল শুনেছেন। সে যাই হোক, এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু সবখানেই Fresh fruits খাওয়াকে উৎসাহিত করা হয়েছে। এবং বইতে যে high fructose intake করলে uric acid production বাড়ে সেই fructose এই ফলের fructose না, বরং artificial fructose যা আইসক্রিম, কেক ও বিভিন্ন মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করা হয়। তাই ভাইকে বলেছি আপনি ফল খান, কিন্তু যেটা বেশি খান সেই red meat খাওয়া কমান। Seafood এ uric acid বাড়ে। এসব খাবারে purine থাকে, আর purine থেকেই তৈরি হয় uric acid.
অনেক যেহেতু পড়েছি, তাহলে আরো একটু পড়ি। বেশি খাই, তাই বেশি uric acid production হয় এটা যেমন ঠিক, তার থেকেও uric acid বেশি বাড়ে kidney diasease এ, কারণ production হওয়া জিনিস kidney দিয়ে ঠিকমত বের হতে পারে না। তাই Hyperuricemia দেখলে শুধু Gout নিয়ে চিন্তা না করে, পাশাপাশি Kidney কি হালে আছে সেটা নিয়ে একটু ভাবা যায়।
Lead তৈরি পাইপে যদি খাওয়ার পানি আসে, যদিও এখন অধিকাংশ প্লাস্টিক, তাই Lead toxicity হলেও uric acid বাড়ে।
রোগী দীর্ঘদিন ধরে Metformin খায় হোক সে DM বা PCOS বা ওজন কমানোর জন্য, তার যদি frequent lactic acidosis ডেভেলপ করে তবেও uric acid বাড়তে পারে।
ধুমছে পানিচুনি (Alcohol) খাওয়ার অভ্যাস আছে, তাহলেও বাড়তে পারে।
কিছু Drug যারা uric acid বাড়ায়,
- Thiazide ও Loop diuretics
- Low dose Aspirin
- Cyclosporin
- Pyrazinamide, এটা Anti TB drug, Hyperuricemia, Gout সবই করতে পারে, তাই একটু monitoring করতে হবে।
আর একটা কমন theory হল, শরীরে কোন কারণে যদি Cell Division বাড়ে, তখন বেড়ে যায় Cell death ও। আর মরা Cell metabolism এর সময়ও প্রচুর uric acid তৈরি হয়। এরকম বেশি বেশি cell division ও death হয় Lymphoproliferative ও Myeloproliferative disease এ। অন্যদিকে বেশি বেশি cell division হয়ে tumor হল, আর সেই বেশি cell কে kill করতে আমরা chemotherapy দিলাম, সেক্ষেত্রে tumor lysis হয়ে uric acid বাড়বে।
ধৈর্য্য ধরে দীর্ঘ লেখাটি যারা পড়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। অনিচ্ছাকৃত ভুলত্রুটি থাকলে অবগত করবেন, নতুন কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন।
Edited By : Nahid Hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.