করোনার সময় এর একটি গল্প !!

Writer : ডা. কাওসার, ঢামেক, কে-৬৫

ময়নার মায়ের মরিচ খাওয়ার বাতিক। তরকারিতে ঝাল বেশি না হলে খাবার তার মুখে রোচে না!

ময়নার বাপের হইছে জ্বালা! বউয়ের জন্য গ্যাস্ট্রিকের বড়ি কিনতে কিনতে বেচারার অবস্থা হালুয়া টাইট!

ময়নার মা মুড়ির মত গ্যাস্ট্রিকের ওষুধ খায়। নিয়ম নীতির তোয়াক্কা না করে সকাল বিকাল যখন ইচ্ছা তখনই খায়!

খাইতে খাইতে তার পাকস্থলীর অবস্থা বারোটা বেজে তেরটা এখন! acid secretion বেজায় কমে গেছে।

দুইদিন আগে বলেছিলাম, করোনা kill করতে ময়নার মা গামলা ভর্তি গরম পানি খায়। ঘনঘন গরম পানি খাইতে খাইতে তার গলা পুড়ে Oropharyngeal candidiasis হওয়ার দশা!

ময়নার মা তো জানেনা, যে তাপমাত্রার গরম পানি সে খায়, তাতে ভাইরাস মরে না।

উল্টো যেটা হল, ময়নার বাপ করোনা পজিটিভ, ভর্তি আছে হাসপাতালে। তার পানি খাওয়া গ্লাস না ধুয়েই ময়নার মা সেই গ্লাসে গরম পানি খাইলো!

বোকার হদ্দ! এতে কি ভাইরাস মরে! বরং গ্লাসের মুখে লাগানো করোনা ভাইরাসগুলো ঢকঢক করে সে গিলে খেয়ে ফেললো!

ময়নার মা মনে করেছিল, ভাইরাস ঢোকার ACE2 receptor শুধু respiratory epithelium এ আছে। এটা যে GIT তেও আছে, তা তার মাথায় ছিল না!

ময়নার মা এখন পাশের বেডে শুয়ে শুয়ে ময়নার বাপের সাথে বাৎচিত করে, ‘এই তোমার জন্য আমার করোনা হইছে!’ 😠

বেচারি ময়না তার নানির কাছে!

Edited By : Nahid hassan.