Writer : মুফতি ডাঃ ইসমাইল আজহারি ( MBBS, MRCP-P1 )
নাহিদ বয়স ৩ মাস, ওজন ৫ কেজি,
দুই দিন থেকে নাক দিয়ে পানি যাচ্ছে সাথে জ্বর,
জ্বর অল্পতে শুরু হয়ে ১০২-৩ ডিগ্রি পর্যন্ত যায়,
নাহিদের আম্মু তাকে আপনার কাছে নিয়ে আসছেন ঔষধ দেওয়ার জন্য.. আপনি তার জন্য একটা Treatment লিখুন।
Diagnosis :
যেহেতু জ্বর সাথে নাকে পানি তথা Fever + Runny Nose
আবার জ্বর নিম্ন থেকে উচ্চ তাপমাত্রায় যাচ্ছে, তাই সাধারণত Most common provable diagnosis হচ্ছে
( Viral Fever ) ভাইরাল ফিভার. এইটা সিজনাল ফ্লু হতে পারে, Influenza হতে পারে, অথবা অন্য কোনো Respiratory Virus।
প্রথমে বাচ্চার বাবা মাকে কাউন্সেলিং করবেন, যে এইটা ভাইরাস জনিত জ্বর, এই জ্বর সাধারণত ৫-৭ দিন থাকবে, এর পর জ্বর ভালো হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই, জ্বর বাড়তে পারে, ৫ম দিন পর্যন্ত জ্বর বাড়বে, ১০৩ বা ১০৪ পর্যন্ত হতে পারে, আমরা ঔষধ দিয়ে দিচ্ছি, জ্বর ভালো হয়ে যাবে, সাথে আরেকটা বিষয় কাউন্সেলিং করবেন যে, জ্বর ভালো হয়ে গেলেও তার শুকনা কাশি শুরু হতে পারে, এইটা কে Post viral cough symptoms বলে, তখনো ভয়ের দরকার নাই, ২ বছরের নিচের বাচ্চা দের এই ধরণের ভাইরাস জ্বর প্রতি মাসে ১-২ বার হতে পারে, ২ বছর হয়ে গেলে জ্বরের Frequency কমে যায়।
যাই হোক,
কাউন্সেলিং পর্ব শেষ, এবার আসুন ঔষধ লিখবেন,
আমরা জানি ভাইরাস জনিত জ্বরের চিকিৎসা হচ্ছে Symptomatic. এখন আপনি এই বাচ্চার চিকিৎসা জানেন, যে তাকে একটা Paracetamol আর একটা Anti-Histamin অথবা Mast Cell Stabilizer দিলে হবে।
অবশ্যই দুই বছরের নিচের বাচ্চাদের Anti-Histamin দেওয়ার Indication নাই, তথাপি স্যার রা দিয়ে থাকেন,
যাই হোক, ধরুন,
এখন আপনি সিদ্ধান্ত নিলেন, তাকে দিবেন
Paracetamol + Mast Cell Stabilizer (Ketotifen)
এবার বলুন, ৫ কেজির বাচ্চাকে কোন টা কোন ডোজ এ দিবেন ?
Paracetamol এর ডোজ, সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে Paracetamol এর ডোজ হচ্ছে
15 mg /Kg /dose 6 hourly Or 60 mg/kg/day
ধরুন, ৫ কেজির বাচ্চা, তাকে প্যারাসিটামল দিবেন, তাহলে তার ডোজ কি হবে? তার প্রতি ডোজ হবে 5*15=75 mg তাহলে বুঝা গেলো, প্রতি ৬ ঘন্টা পর পর 75 mg করে প্যারাসিটামল দিতে হবে.
এবার আসুন, বাচ্চাদের কে ঔষধ দেওয়ার System হচ্ছে হয়তো ড্রপ এ দিতে হবে, অথবা সিরাপ দিতে হবে।
Paracetamol ড্রপ হিসাবেও পাওয়া যায়,
আবার Paracetamol সিরাপ হিসাবেও পাওয়া যায়
বুঝার সুবিধার্থে এখন ট্রেড নেম ব্যবহার করছি,
ধরুন, জ্বর এর জন্য বাচ্চাকে Napa drop / Napa syrup দুইটার যে কোনো একটা দিতে পারেন, তবে ডোজ ঠিক থাকতে হবে,
এবার জেনে নিন,
সিরাপ সাধারণত চামচে করে খাওয়ানো হয়,
আর ড্রপ ফোটা ফোটা হিসাবে খাওয়ানো হয়, নাপা সিরাপের সাথে যে চামচ দেওয়া হয়,
সেই চামচের Capacity হচ্ছে 5 ml.
Maximum ঔষধ এর চামচের capacity হচ্ছে 5 ml.
এক চামচ নাপা সিরাপ =5 ml Napa syrup
5 ml Napa সিরাপের মধ্যে ঔষধের পরিমান হচ্ছে ১২০ mg.
তাহলে ১ চামচ = ১২০ mg
আবার এক চামচ সমান =৫ ml৫ ml = ১২০ বা ১২৫ হলে
প্রতি ml = ১২৫/৫ =২৫ mgএখন আপনি যদি ৫ কেজির বাচ্চাকে নাপা সিরাপ দিতে চান,
তাহলে ৫*১৫ =৭৫ mg দিবেন,
যেহেতু ১ মিলি নাপা সিরাপ = 25 mg
So 75 mg dose দেওয়ার জন্য আপনাকে 3 ml napa syrup দিতে হবে।সব সময় একটা কথা মনে রাখবেন, ১ চামচ = ৫ ml
হাপ চামচ = ২.৫ mlতাহলে আপনি দিতে হবে ৩ ml, তার মানে হাপ চামচ থেকে কিছু টা বেশি,
আপনি Prescription কি লিখবেন?
Treatment :
Syrup : Napa
3 ml * 6 hourly
বাচ্চার আম্মাকে বুঝাই দিবেন, যে চামচে দাগ দেওয়া আছে, ১ ml, ২ ml, ৩ ml, ৫ ml পর্যন্ত, চামচের দাগ দেখে
৩ ml করে খাওয়াবেন,
অথবা আরেকটু সহজ করতে পারেন,
Syrup: Napa
2/3 চামচ করে দিন ৪ বার।
ব্যাখ্যা ; ১ চামচ সমান 120 mg
তাহলে এক চামচ কে ৩ ভাগ করলে হচ্ছে 40 mg
So 2/3 TSF = 80 mg ( ৫ কেজি বাচ্চার ডোজ হচ্ছে ৭৫ mg ) 80 and 75 nearly same. 5 mg যদিও বেশি মনে হচ্ছে, জানা উচিৎ, কিছু ঔষধ চামচেই লেগে থাকে, বাচ্চাদের সব খাওয়ানো যায়না।
এবার আসি আরো সহজ ফর্মুলায়,
মনে করুন বাচ্চাকে চামচ দিয়ে ঔষধ খাওয়ানো যায়না
সাধারণত ৬ মাসের নিচের বাচ্চাদের চামচ দিয়ে ঔষধ খাওয়ানো যায়না,
সেইক্ষেত্রে সিরাপ choice না করে ড্রপ choice করবেন ।
কারণ ড্রপে Drug Concentration বেশি থাকে।
1 ml Napa drop = 80 mg paracetamol
আবার 1 ml = 15 ফোটা, তাহলে ৫ কেজির বাচ্চাকে ৭৫ mg নাপা দিতে হলে
1 ml Napa drop দিলেই হবে,
Prescription নে যা লিখবেন !
Drop: Napa
1 ml করে দিনে ৪ বার,
অথবা ১৫ ফোটা করে দিনে ৪ বার।
Napa drop: 5 kg হলে ১৫ ফোটা, তার মানে প্রতি কেজির জন্য ৩ ফোটা।
ধরুন.. বাচ্চার ওজন ৪ (চার) কেজি, তাহলে কি লিখবেন?
প্রতি কেজিতে ৩ ফোটা হলে ৪ কেজিতে ৩*৪ = ১২ ফোটা
Drop : Napa
12 ফোটা করে দিনে ৪ বার,
বাচ্চার ওজন ৬ কেজি,
Drop: Napa
18 ফোটা করে দিনে ৪ বার
তাহলে কি বুঝলেন,
যদি আপনি ৫ কেজির বাচ্চাকে সিরাপ লিখে দেন, তাহলে তাকে চামচে করে অনেক পরিমান ঔষধ খাওয়ানো লাগবে ডোজ মেইনটেইন করার জন্য, কারণ সিরাপে ড্রাগ এর ঘনত্ব কম থাকে, তাই 5 kg baby এর জন্য 75 mg dose দিতে
২/৩ চামচ অথবা 3 ml করে দেওয়া লাগবে।
যা বাচ্চার মায়ের পক্ষে খাওয়ানো কষ্টকর হয়ে যাবে,
হা যখন বাচ্চার বয়স ৭-৮ মাস হবে, তখন তাকে চামচে করে খাওয়ানো সমস্যা হবেনা।কিন্ত ৫ কেজির বাচ্চাকে ড্রপ লিখে দিলে অল্প খাওয়ালেই চলবে, কারণ ড্রপ এ ড্রাগস ঘনত্ব অনেক বেশি থাকে।
1 ml napa drop = 80 mg paracetamol
অন্যদিকে
1 ml Napa syrup = 25 mg paracetamol
এবার ধরুন, ৮ কেজি বাচ্চার প্যারাসিটামল ডোজ কিভাবে দিবেন, যেহেতু বাচ্চার ওজন ৬ এর বেশি, তাকে আপনি সিরাপ কিংবা ড্রপ দুইটাই দিতে পারেন,
যদি সিরাপ দেন,
8kg * 15= 120 mg per dose
আমরা জানি 1 চামচ = 120 mg
So তাকে
syrup napa
1 TSF 6 hourly লিখে দিলেই চলবে।
আর যদি ড্রপ দেন,
আমরা জানি প্রতি কেজিতে ৩ ফোটা
so..
Drop: Napa
24 fota করে দিনে ৪ বার।
তাহলে নাহিদ এর জন্য প্রেশক্রিপশন হচ্ছে.
Treatment :
1..Drop : Napa
15 ফোটা করে দিন ৪ বার (till fever subsides)2..Syrup: Tofen (ketotifen, mast cell stabilizer)
১০ ফোটা করে দিন দুইবার (টোফেন এর আলোচনা পরে করবো)
Drop: Norsol
প্রতি নাকে দুই ফোটা করে দিন ৪ বার (৭ দিন)
Edited By : Muhammad Nahid Hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.