বুদ্ধিহীন, Dementic, প্রবীণ প্রজন্ম তৈরী হচ্ছে কি কারণে ?

Boycott Tab. NaCl 300 mg, NaCl 600 mg, Tab. Sodiclor 300 mg, Sodiclor 600 mg

বুদ্ধিহীন, Dementic, Cognitively impaired প্রবীণ প্রজন্ম না চাইলে এই প্রিপারেশনগুলির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।

চারদিকে ইন্ডিয়ান আর ইসরাইলী প্রোডাক্ট বয়কটের হিডিক পড়েছে।

নাহ, Tab. NaCl 300 mg, 600 mg, Tab. Sodiclor 300 mg, 600 g এগুলি ইন্ডিয়ান বা ইসরাইলী প্রোডাক্ট নয়। এগুলি অরিজিনাল বাংলাদেশী প্রোডাক্ট।
তাইলে বয়কট করতে বলছি কেন?

ধরেন আপনার বাবার সোডিয়াম ১৩১ mmol/L
কত কম?
Lower Normal Limit ১৩৫
Lower Normal Limit টের চাইতে মাত্র ৪ কম।
কিন্তু এই চার Correct করতে কদ্দুর সোডিয়াম লাগবে জানেন?
Na Deficit = 0.6 * Body Weight * Na Deficit
Na Deficit = 135 – Current Na
০.৬ * ৬০ কেজি* (১৩৫-১৩১) = ১৪৪ mmol

এবার আসেন
Tab. NaCl 300 mg, 600 mg, Tab. Sodiclor 300 mg, 600 g এর Actual Analysis এ,

Molecular Weight of Na = 23
Molecular Weight of Cl = 35.5
Molecular Weight of NaCl = 23 + 35.5 = 58.5
So, 58.5 mg NaCl = 1 mmol
S0, 300 mg NaCl tablet = 300/58.5 = 5.13 mmol Na
Similarly 600 mg NaCl tablet = 600 / 58.5 = 10.26 mmol Na

অর্থাৎ
৩০০ mg ট্যাবলেটে ৫ mmol আর
৬০০mg ট্যাবলেটে ১০ mmol সোডিয়াম থাকে।

এখন আপনার বাবার ১৪৪ mmol সোডিয়াম ঘাটতি ফিলাপ করতে কয় পিস ট্যাবলেট লাগবে?
৩০০ মিলিগ্রামের ট্যাবলেট লাগবে ১৪৪/৫ = ২৯ টি (প্রায়) = তিন পাতা
৬০০ মিলিগ্রামের ট্যাবলেট লাগবে ১৪৪/১০ = ১৪.৪ টি (প্রায় পনেরটি)।

আপনি লিখেন কয়টা?

Tab. NaCl 300/600 mg 2 + 2 + 2
লাগবে ৩০টা, দিচ্ছেন ৬টা
মানে ৫ ভাগের ১ ভাগ
তাইলে সোডিয়াম কারেকশন ও ওই ৫ ভাগের এক ভাগ হবে।
কী ক্ষতি হচ্ছে
Sub Optimal সোডিয়াম কারেকশনের জন্য
তাতে সোডিয়াম কারেকশন Inadequate হচ্ছে।
Hyponatremia persist করে যাচ্ছে।
বুদ্ধিহীন, Dementic, Cognitively impaired প্রবীণ প্রজন্ম তৈরী হচ্ছে।

আপনি আমি এমন ট্যাবলেট কেন লিখবো যেটা দিনে ৩০টা খাওয়া লাগে? কিংবা দিনে ১৫টা খাওয়া লাগে?
এই প্রোডাক্ট বয়কট করুন।
নিশ্চিন্তে, নির্দিধায়, নির্ভয়ে।

বিকল্প কী দিবেন?

১ চামচ টেবিল সল্ট I mean খাবার লবনের ওজন ৫ gm
৫ gm = ৫০০০ mg
৫৮.৫ mg ১ mmol হলে ৫০০০ mg ৮৫.৫ mmol।
অর্থাৎ ১৪৪ mmol সোডিয়াম কারেকশনের জন্য = ১.৭ চামচ টেবিল সল্ট লাগবে।
চা চামচে দুই চামচ এক্সট্রা লবন হলেই Enough।
খাবারের সাথে সারা দিনে রোগী দুই চা চামচ এক্সট্রা লবন খাবে।
এনজি ফিডিং এ থাকলে এন জি তে সারাদিনে অল্প অল্প করে ২ চামচ এক্সট্রা লবন দিতে হবে।

Writer : Dr. Muhammad Ilias

Edited By : Nahid Hasan