Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)
যে সব Drug Platelet কমিয়ে দেয়, সেই Drug গুলি ডেঙ্গুতে দেওয়া যাবেনা,
আসুন, সহজে মনে রাখি, কোন কোন ড্রাগ Thrombocytopenia করে তাহলে কোন কোন Drug Thrombocytopenia করে?
- আমরা Dengue রোগীদের Life Saving এর জন্যই ড্রাগ গুলির নাম শেখা উচিৎ –
আগে দেখি,, ডেংগু তে কি কি ড্রাগ দেওয়া যায়না—
- 1.. NSAID
- 2.. Dengue তে Hypotension থাকে, তাই Diuretics দেওয়া যাবেনা,
- 3… Dengue তে একটা bleeding tendency থাকে, তাই Heparin দেওয়া যাবেনা,
- 4.. Dengue তে বায়োলজিকাল ড্রাগ abciximab দেওয়া হয়না,
- 5.. Dengue ভাইরাস জনিত রোগ, তাই Antibiotics দেওয়া হয়না,
কয়েকটা Antibiotics তো Platelet ই কমিয়ে দেয়, যেমন— penicillin, cephalosporin, sulphonamaide, Rifampicin.
- 6.. Dengue তে তাপমাত্রা এত বাড়ে যে, Patient এর convulsion হয়ে যেতে পারে, তবে সাবধান, Anti convulsion দেওয়া যাবেনা।
Valproate + Carbamazepine তো দেওয়াই যাবেনা।। (VC সাহেব যদিও বেতন বাড়ায়নি, তথাপি তারে খিছুনি কমাতে V=valproate + C=Carbamazepine দেওয়া যাবেনা।)
তাহলে পুরো ঘটনা থেকে কিছু ড্রাগ এর নাম পেলাম যেগুলি ডেংগু তে দেওয়া যায়না,
এবার মনে রাখুন, এই ড্রাগ গুলি সব Thrmbocytopenia করে
- 1..NSAID
- 2.. Diuretics : Frusemide
- 3.. Heparin
- 4.. Abciximab
- 5.. Penicillin, cephalosporin, Rifampicin, sulphonamide
- 6. Valproate + Carbamazepine
এই Drug গুলি Dengue তে দিলে কি হবে ? Bleeding হয়ে শকে গিয়ে Cardiac arrhythmia হতে পারে*** তখন anti arrhythmic হিসাবে Beta blocker +quinine দেওয়া যাবেনা, কারণ তারাও Thrombocytopenia করে।
Edited By : Nahid Hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.