Writer : Anika Sultana.
আপনি জানেন কি? গলা ব্যাথা যাকে ইংরেজি তে বলে Sore throat /Pharyngitis( by Streptococcus pyogen) হলে আপনার Rheumatic fever হতে পারে। 😮
কিভাবে? চলুন জেনে আসি ইন শা আল্লাহ।
এটা হয়ে থাকে Autoimmunity এর জন্য।
Auto means self and immunity means immune response. That means immune response to self antigen due to loss of self tolerance.
Autoimmunity এর একটা Cause হলো Molecular mimicry.
সহজ ভাষায় বলতে গেলে, Microorganism যেমন Bacteria, virus, fungus এর সাথে আমাদের দেহের কোনো কোনো Tissue এর structure (Amino acid sequence) এর মিল থাকা।
তো তাহলে কোনো organism দিয়ে যখন infection হলো যেটার সাথে দেহের Amino acid sequence মিলে গেল, তখন organism এর যে antibody Create হবে ২-৩ সপ্তাহ পর, সেটা হবে cross reacting.
Cross reacting Anttibody মানে? মানে Antibody নিজেই Confused.আমি কাকে destroy করব। ব্যাপারটা মজার! সে তখন host tissue এর সাথে bind হয়ে যায়। ultimately complement system activate হয়ে যায়। তারপর Membrane attack complex formation করে host cell membrane এ pores create করে destroy করে।
তাহলে মনে রাখতে হবে, গলা ব্যাথা হলে কিন্তু ignore করা যাবেনা কিন্তু!
Edited By : Nahid Hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.