Writer : ডা. কাওসার ঢামেক, কে-৬৫
SARS-CoV-2 positive, home isolation এ আছি। সামান্য শ্বাসকষ্ট হচ্ছে। মনে হচ্ছে ঘরের মধ্যে অক্সিজেন নেই। আর একটু অক্সিজেনের জন্য হাহাকার করছি। অক্সিজেনের লোভে ভর্তি হয়ে গেলাম হাসপাতালে। সেখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা নেই। সিলিন্ডার অক্সিজেনও শেষ।
এই হাসপাতাল রুমটা যদি এমন হত। বদ্ধ রুম। রুমের সাথে একটা exhaust fan লাগানো আছে। যেটা রুম থেকে বাতাস বের করে দিচ্ছে। সব বাতাস যদি বের করে দেয় তবে তো রুম বাতাস শূন্য হয়ে যাবে, অক্সিজেন সংকট আরো তীব্র হবে! তাই অন্য একটা ফ্যান দিয়ে বাতাস রুমে প্রবেশ করছে।
প্রথম ফ্যানটার নাম দিলাম Out fan
পরের ফ্যানটা নাম দিলাম In fan
Out fan এর স্পিড বেশি, তাই সে অনেক বেশি বাতাস বাইরে বের করে দেয়, যাতে অনেক বেশি CO2 থাকে।
In fan এর স্পিড একটু কম। এটা বাতাসকে রুমের ভিতরে ঢুকায়, যে বাতাসে থাকে O2.
Out fan এর স্পিড, In fan এর চেয়ে বেশি থাকায় রুমের মধ্যে একটি negative pressure তৈরি হয়। এর ফলে স্বাভাবিক রুমের চেয়ে এই রুমে air flow বেশি থাকে, বেশি থাকে air O2 concentration ও।
এরকম একটি রুমে আমাকে রাখা গেলে আমার আর একটু আরাম হত, অক্সিজেনের হাহাকার কিছুটা হলেও কমতো। কিছুটা হলেও চাপ কমতো O2 সংক্রান্ত মেশিনারির উপর।
একটি বিষয় খেয়াল রাখতে হবে। আমি যেহেতু COVID-19 পেশেন্ট। আমার হাঁচি কাশিতে কিছু ভাইরাস রুমের বাতাসে ঘুরাঘুরি করছে। Out fan যখন বেশি স্পিডে রুমের বাতাসকে বাইরে বের করে দিবে, বাতাসের সাথে সেই ভাইরাসও কিন্তু বাইরে বের হয়ে যাবে। এটা বাইরের মানুষের জন্য বিপজ্জনক। তাই যে কাজটা এখানে করতে হবে। একটা ভাইরাস ফিল্টার Out fan এর সাথে লাগিয়ে দিতে হবে যেন SARS-CoV-2 ভাইরাসগুলো সেটাতে আটকে পড়ে!
Negative pressure রুমের মূল উদ্দেশ্যই হল রুমের ভাইরাস রুমেই আটকে রাখা। সাথে বাড়তি অক্সিজেন পাওয়াটা হল বোনাস!
অন্য অনেক দেশের হাসপাতালে এরকম রুমের সংখ্যা অনেক বেশি থাকলেও, আমাদের দেশে এমন negative pressure রুম আছে ১-২ টি করে হাতে গোনা ২-৩ টি হাসপাতালে! এই সংখ্যা বাড়ানো উচিৎ, অনেক বেশি বাড়ানো উচিৎ!
বি.দ্র. আমি কিন্তু পজিটিভ না!
Edited by : Nahid Hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.