Pinworm Infection এর চিকিৎসা !!

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

বাচ্চাদের Pinworm Infection এর ক্ষেত্রে Previous guideline ২ বছরের নিচে Mebendazole না দেওয়ার কথা বলেছে.

তবে এইটা এখন Updated.

৬ মাসের পরেই Mebendazole দেওয়া যাবে, ক্ষেত্রে বিশেষ ৬ মাসের আগেও দেওয়া যাবে, ৬ মাসের আগে pinworm infection খুব কমই হয়, তবে কারো যদি হয়ে থাকে, যেমন stool এ worm দেখা যাচ্ছে, সেইক্ষেত্রে ৬ মাসের আগেও দেওয়া যাবে..

Dose:

Incase of pinworm:

  • বয়স ৬ মাস.. ওজন ১০ কেজি বা বেশি

Syrup : Solas 1 TSF stat. (1 single dose enough)

  • ওজন ১০ কেজির কম হলে–

Syrup : Solas আধা চামচ Single Dose.

আর অন্যান্য Worm এর ক্ষেত্রে যথা Ascaris and Hookworm infection এর ক্ষেত্রে dose হবে..

  • Child over 6 months and adult: 100 mg 2 times daily for 3 Days. ওজন ১০ কেজির উপরে

Syrup: Solas: ১ চামচ দিনে ২ বার -৩ দিন

  • Child over 6 months but under 10 kg: 50 mg 2 times daily for 3 Days.

Syrup : Solas আধা চামচ করে দিনে ২ বার – (৩ দিন)

Ref: MSF, pass medicine,

Edited By : Nahid Hassan.