Writer : Dr. Muhammad Mosleh Uddin.
History taking of Hypertension
১) আপনি কি খাবারের সাথে অতিরিক্ত লবণ খান ?
২) সাম্প্রতিক সময়ে কি আপনার ওজন কি বেড়ে গেছে?
৩) আপনার কি ডায়াবেটিস আছে?
৪) আপনার কি Alcohol/smoking এর অভ্যাস আছে
যদি থাকে-
For alcohol:
Current drinking pattern
Assess the patient’s current drinking pattern:
- How often do you drink alcohol?
- Do you drink alcohol every week?
- Do you drink alcohol at a particular time of the day?
Quantify the patient’s alcohol intake:
- How much do you drink on an average day?
- How much do you drink in an average week?
- What kind of alcoholic drinks do you drink?”
- For smoking:
Pack-year বের করবো। - ৫) আপনি কি নিয়মিত কোন physical exercise করেন ?
-কতটুকু করেন?
-কত মিনিট হাঁটেন ?
৬) আপনি কি আপনার Blood pressure মাপেন বাসায়?
কত পান average?
৭) আপনি কি প্রেশারের জন্যে কোন ওষুধ খান ?
কি নাম?power কত? কয়টা খান? কখন খান?
এই ওষুধ খেয়ে Blood pressure নিয়ন্ত্রণে থাকে?
৮) আপনার কি ঘন ঘন ব্যাথার ওষুধ খাওয়ার অভ্যাস আছে?
৯) আপনার কি কিডনির কোন অসুবিধা বা রোগ আছে?
১০) আপনার কি কখনো প্রস্রাবের সাথে রক্ত গিয়েছিল?
১১) আপনার কি কখনো পা’য়ে ফোলা আসছে?/আসে?
১২) আপনার কি কখনো শ্বাসকষ্ট হয়েছিল/হয়?
Edited By : Nahid Hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.