Writer : Jinnat Tasnim.
🔥 Burn 🔥
It is a dry heat injury.
- Classification : (wilson’s classification)
- 1.1st degree : Involves epidermis.
- 2. 2nd degree : Involves (epidermis+dermis).
- 3. 3rd degree : Involves structure deep to the skin.
Burn estimation এর জন্যে “Rule of nines” follow করা হয়।
💧💧 Fluid Management of Burn 💧💧
বাচ্চাদের ক্ষেত্রে ১০% বা তার বেশি এবং বড়দের ক্ষেত্রে ১৫% বা তার বেশি burn হলে I/V fluid supply দিতে হবে।
এক্ষেত্রে প্রথম ২৪ ঘন্টায় দিতে হবে Crystalloid solution.
Calculation : 4ml × body wt (in kg) × % burnt surface area.
২৪ ঘন্টার,
১ম ৮ ঘন্টায় যতটুকু fluid লাগবে তার ৫০%
২য় ৮ ঘন্টায় ২৫%
৩য় ৮ ঘন্টায় বাকি ২৫% fluid দিতে হবে।
পরবর্তী ২৪ ঘন্টায় crystalloid solution এর পাশাপাশি colloid solution (e.g. plasma, albumin etc) দিব।
Calculation: 0.35 -1ml × body wt (in kg) × %burnt surface area.
- Blood transfusion: needed :
- When burn is > 25% (if child)
- When burn is > 25-30% (if adult)
Edited By : Nahid Hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.