এক মিনিটে Lipid Management শিখে নিন

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

  • TG বেশি, TC নরমাল, Treatment হবে Fenofibrate
  • TC বেশি, TG normal, Treatment হবে statin
  • TC বেশি, TG নরমালের চেয়ে বেশি But 500 থেকে কম Treatment হবে statin
  • TC বেশি + TG ও ৫০০ থেকে বেশি তখন সকালে Fenofibrate, রাতে statin

Atorvastatin কখন দিবেন?

Rosuvastatine কখন দিবেন?

উত্তর– দুইটাই Lipid lowering agent,

Atova থেকে Rosuva এর efficacy ভালো-

Statin এর indication থাকলে যে কোনো একটা দিয়ে শুরু করা যায়– Atorvastatin এর Drug interaction অনেক,

সেই হিসাবে Rosuva Drug interaction কম

Atova 10 mg = Rosuva 5 mg

LDL and Total cholesterol level দুইটাই শরীরের জন্য ক্ষতিকর, এই দুইটা কমানোর সাথে সাথে HDL level বৃদ্ধি করতে পারলে cardiac patient দের উপকার হয়,

এখন আপনি যদি HDL level বাড়াতে চান, তাহলে study তে দেখা গেছে, Rosuvastatin তুলনামূলকভাবে HDL level বাড়ায়– তাই কারো যদি HDL level কম থাকে, তাদের ক্ষেত্রে Rosuva দেওয়া হবে–

  • TC = Total cholesterol
  • TG = triglycerides

Scenario –

জামশেদ ৫৭ বছর বয়স, Fatty liver grade 1 নিয়ে আসছে, তার আগে থেকে Hypertension + IHD আছে– Lipid profile করা হলো–

  • HDL = 45 mg /dl (Ref: Range: >60
  • LDL = 150 mg/dl ( Normal <130)
  • TC = 300 mg /Dl (Normal <150)
  • TG = 600 mg/dl (Normal 150-250)

তার Lipid lowering agent কিভাবে Choice করবেন?

Edited By : Nahid Hassan.