Writer : Dr. Tania Hafiz.
Dry Vagina
এটা একটা কমন সমস্যা, ইদানীং প্রায়ই এই সমস্যা নিয়ে রোগী চেম্বারে আসেন। অনেকসময় অনেকে ফোনেও জানতে চান এর সমাধান। মনে রাখবেন সব সমস্যা ফোনে সমাধান করা যায় না। properly history নেয়া, examination করা, যদি টেস্ট লাগে তাহলে সেগুলো করেই তবে সমাধান মানে চিকিৎসা। আর এই Dry Vagina তে তো অবশ্যই দম্পতিকে চেম্বারে এসে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আসুন জানি সেই বিষয়ে বিস্তারিত ——-
লক্ষনসমুহ :
Dry Vagina এরজন্য যোনীপথে ও পেলভিক স্থানে অস্বস্তি অনুভব হয়।
- জ্বালাপোড়া হয়
- সহবাসের ইচ্ছা কমে যায়
- সহবাসে ব্যাথা হয়
- কখনো কখনো সহবাসে ব্লিডিং হয়
- যোনীপথে চুলকানি
- ইউরিনে সংক্রমন
- যোনীপথে ছিলে যাওয়া ও টনটন ব্যাথা অনুভব হওয়া
কারনসমুহ :
প্রথমত বলা হয়ে থাকে oestrogen কমতি/ হঠাৎ করে কমে যাওয়ার ফলে এই সমস্যা হয়ে থাকে।
- ১। ওভুলেশনের পর
- ২। ডেলিভারির পর
- ৩। ল্যাকটেশন
- ৪। ধুমপান
- ৫। অপারেশনের মাধ্যমে ওভারী রিমুভ(ophorectomy)
- ৬। ক্যানসার ট্রিটমেন্ট, কেমোথেরাপি, রেডিওথেরাপি
- ৭।এন্টিইস্ট্রোজেন ঔষধ যা ফাইব্রয়েড/এন্ডোমেট্রিওসিসে ব্যবহার করা হয়।
- ৮। Sjorgren’s syndrome
- ৯। এলার্জী বা ঠান্ডার ঔষধ
- ১০। কিছু এন্টিডিপ্রেসেন্ট
- ১১।ভ্যাজাইনাল ক্যানডাইডিয়াসিস
- ১২। সাইকোলজিক্যাল প্রবলেম
- ১২। Douching
- ১৩। Not enough foreplay before sex
- ১৪। স্বামী স্ত্রী সম্পর্ক ভালো না এমন, পারিবারিক কলহ
- ১৫। বিয়ের পুর্বে কোনো রিলেশনশিপ, ইচ্ছার বিরুদ্ধে বিবাহ, একজন আরেকজনকে পছন্দ না হলে।
- ১৬। পেরিমেনোপজ, মেনোপজ
History নেয়া
আমরা ডাক্তাররা মানবতার খাতিরে অনেক কাজ করে থাকি যার মধ্যে বেশি করি আত্মীয়/প্রতিবেশি/ কেউ বললো তাই ফোনে কাউকে চিকিৎসা দিয়ে দেই। আমরা জানি সাময়িক হয়তো তার উপকার হবে কিন্তুু মেইন সমস্যা কিন্তুু আমরা জানলাম না বা তাকে সঠিক কোনো পরামর্শও দিতে পারলাম না। আর এই ধরনের কেসে দম্পতি উভয়কেই চেম্বারে এসে ডাক্তার কনসাল্ট করতে হয়। এতে অনেক সমস্যা বের হয়ে আসে এবং সঠিক সমাধানটাও পাওয়া যায়।
- দম্পতির পারস্পরিক সম্পর্ক
- বিবাহ পুর্ব কোনো রিলেশন অথবা ইচ্ছের বিরুদ্ধে বিবাহ
- কন্ট্রাসেপটিক History
- পিরিয়ডের History
- আগে পেলভিক কোনো অপারেশন
- কোনো সমস্যার জন্য ঔষধ খান কিনা
- কোনো যৌনরোগ আছে কিনা
- সাইকোলজিক্যাল কোনো সমস্যা
- অনেকসময় স্ত্রী এর ইচ্ছা থাকেনা কিন্তুু তারপরও ইচ্ছার বিরুদ্ধে সহবাস করতে চাইলে এমন সমস্যা দেখা দেয় এর সম্পর্কে জানতে হবে, H/O not enough foreplay before sex.
চিকিৎসা :
Pelvic Examination করতে হবে
ল্যাবটেস্ট হরমোন, ultrasonogram.
দম্পতি ২জনকেই counselling করতে হবে একসাথে।
- oestrogen ট্যাবলেট, ভ্যাজাইনাল ক্রিম ইত্যাদি
- Lubricant যেমনঃ KY gel (ক্রীম লাগানোর নিয়ম বলে দিতে হবে)
- Advice about foreplay before sex
- Rx if any vaginal infection
- যোনীপথে কোনো সুগন্ধি, সাবান, শ্যাম্পু, স্প্রে না করা। পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন।
Edited By : Nahid Hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.