Survival In The Sea Of Surgery

Final Prof Guidelines 💥💥💥

Surgery 💥

ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় Surgery নিয়ে সবাই খুবই চিন্তিত থাকে, এত বিশাল সিলেবাস, এত পড়া কীভাবে কী করবো, কীভাবে আগাবো, সব আওলায়া যাচ্ছে। তো চলুন আজকে আমরা Surgery আসলে কীভাবে পড়া উচিত সে ব্যাপারে একটু আলোচনা করি।

প্রথম কথা হচ্ছে সার্জারিতে যদি আপনি ভালো করতে চান আপনাকে প্রতিদিন একটা ফিক্সড সময় রাখতে হবে সার্জারির জন্য। যত যাই কিছু হউক আপনি প্রতিদিন ১.৫-২ ঘন্টা সার্জারীকে দিবেন। যেই ওয়ার্ড থাকুক, যেই এক্সাম থাকুক এটা মেইনটেইন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।

এবার চলুন জেনে আসি সার্জারী পড়বেন কীভাবে? 🤔

শুরুতেই একটা জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলুন তা হলো “Bailey and Love’s অনেক কঠিন” এই কনসেপ্ট। বরং এই বইটি এত সুন্দর আর গুছানো যাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতো। বিশ্বাস হচ্ছে না? আপনি নিজে একদিন রিডিং পড়েন জাস্ট, এরপর যদি মনে হয় কঠিন তাহলে নক দিয়েন। হ্যাঁ, এর কলেবর অনেক বড় আর অনেক ইনফরমেশন এতকিছু মনে রাখা সম্ভব না, আর এত কিছু ফাইনাল প্রফে লাগেও না। তবে Bailey & Love’s আপনাকে পড়তেই হবে। কীভাবে পড়বেন সেটাও বলে দিব ইনশাআল্লাহ।

সার্জারী ওয়ার্ডের সময়টা কীভাবে কাজে লাগাবেন?

সার্জারী ওয়ার্ডে যে সময় পাবেন তাতে সবগুলো Long Case & Short Case ভাজাভাজা করে ফেলবেন। একদম গুছিয়ে প্রফের মতো রেডি করে ফেলবেন যাতে প্রফের আগে প্যারা খেতে না হয়। প্রতিটা লং কেইস এবং শর্ট কেইস পড়ার সময় এর A-Z সব পড়বেন এবং এই টপিকের সব রিটেনসহ পড়ে ফেলবেন। এবং রিটেন এবং লংকেইসের Investigation, Treatment, Cross question এক জায়গায় থেকে পড়বেন ওভাবে মোডিফাই করে ফেলবেন। এতে আর কনফিউশান হবে না। এখন এই যে Investigation আর Treatment এখানে আপনাকে Bailey & Love’s এর কাছে আসতে হবে। আপনি যে বই থেকেই পড়েন না কেন এইগুলোও Bailey থেকে টুকে কারেকশন করে নিবেন। যেই স্যার ই ধরুক আপনি Bailey থেকে বললে তারা এক্সসেপ্ট করে নিবে তবে অবশ্যই খেয়াল রাখবেন বলার সময় আপনার মেডিকেলে কোনটা এভেইলবল / দেশে কোনগুলি করা হয় ওগুলো প্রথম দিকে বলার। এভাবে যখন লং কেইস শর্ট কেইস শেষ হবে দেখবেন যে রিটেন + ভাইভার জন্যও বেশ পড়াশোনা হয়ে গেছে।

এরপর আসেন ভাইভার আসল জায়গায়! Basic Principles of Surgery মাথায় রাখতে হবে । Viva তে বাঁচা মরা ডিপেন্ড করবে এইটার উপর অনেকটা। এ টায় কট খেয়ে গেলে কিন্তু গেলেন। Bailey থেকে খুব ভালো করে এই জায়গা পড়বেন। বিশেষভাবে Shock, Hemorrhage, ATLS,Fluid, Injury,Infection এরকম গুরুত্বপূর্ণ জায়গাগুলো অবশ্যই Bailey থেকেই পড়তে হবে। পাশাপাশি সকল রিটেন সলভ করবেন (অবশ্যই সকল রিটেন শুধু নিজের ইউনিভার্সিটি না) পাশাপাশি ওয়ার্ডে Fluid, Suture Material ইত্যাদি শিখে ফেলবেন। আপনি যদি Surgery Ward চলাকালে এতটুকু শেষ করতে পারেন তাহলে মোটামুটি আপনি সুবিধাজনক স্থানে চলে যাবেন। এরপর যদি সময় পান তবে Second most important topic GIT এবং Hepatobilliary খুব ভালো করে পড়বেন। রিটেন + ভাইভাতে এইগুলো থেকে খুবই কমন জিনিস ধরে। আর হ্যাঁ, অবশ্যই ওটি তে দেখবেন কীভাবে কী করা হয়, কী কী Instrument আপনার ওখানে এভেইলবল আছে। যদি আপনার কলেজে বক্স প্রশ্ন থাকে ওটা কালেকশন করে বইতে মার্ক করে ফেলবেন, মাথায় সেট হয়ে যাবে কী কী আছে বক্সে।

এটুকুতে আপনার আসল কাজ শেষ। এবার হলো রেস্ট অংশ কভার। অর্থোপেডিক্স ওয়ার্ড যেহেতু আলাদাভাবেই হয় তাই অই ওয়ার্ডে অর্থোর খুঁটিনাটি রিটেন, ভাইভা, বক্স সব উড়ায়া দিবেন। যেহেতু প্রফেও অর্থো বোর্ড তাই ওইটা সিরিয়াসলি পড়তে হবে।

প্রতিদিন যে টাইম প্রথমেই রাখতে বলছি, সেটায় অন্য ওয়ার্ড চলাকালে ওই টাইমে রেগুলার আস্তে আস্তে Endocrine, Urology, Cardiothoracic, Neurosurgery, Vascular, Paediatric Surgery এই Branch পড়ে ফেলবেন। রিটেনে প্রতিবছর সবগুলো ব্রাঞ্চ থেকেই কমবেশি একটা প্রশ্ন মিনিমাম থাকবেই আর এই প্রশ্নগুলো রিপিট হয়। তাই অনেকটা ইজি হয়ে যায়। ভাইভাতে এগুলো নিয়ে খুব বেশি গ্যাজায় না, বক্সে থাকলে বেসিক প্রশ্নই ধরে।

Surgery তে Text / Reference বই এর মাঝে যেগুলো পড়তে পারেন 👇

  1. Bailey & Love’s * (Must)
  2. SRB Manual (Infection এর জিনিসগুলো সুন্দর লিখছে)
  3. Makhonlal Saha (Operative Procedure পড়তে পারেন)
  4. S K Vattacharya (Short Case Reading দিতে পারেন)
  5. Farquharsion (Operation Skill, Suture নিয়ে বেশি জানতে চাইলে পড়ুন)
  6. Norman Browse + Hamilton Bailey (Clinical History রিলেটেড জিনিসের জন্য দেখতে পারেন)

রিমেম্বার ****

১. নিজ কলেজের স্যারদের লেকচার অবশ্যই ফলো করবেন।
২. সিনিয়রের হেল্প নিন কোন টপিক না বুঝলে
৩. ওয়ার্ডে রেগুলার থাকুন,কোন কাজ না থাকলেও হুদাই চক্কোর দেন তাও লাভ আছে

By the way, যারা ভাবতেছেন ধুর ছাতা এত প্যারা নিতে পারবো না। রেডিমেড জিনিস পাইলে ভালো হয় তাইলে আপনার জন্য Best option হলো আমাদের A Complete Solution of Surgery কোর্সে ভর্তি হয়ে যাওয়া ১০০০+ স্টুডেন্ট ক্লাস করছে এই কোর্সে, যারা কোর্সে তাদের কাছে শুনে নিয়েন অথবা ইউটিউবে ডেমো ক্লাস দেখে নিয়েন।

Dr. S M Kamrul Hasan
MBBS (DU)
CEO
Mediverse