2nd Prof শেষ করে যারা নতুন 3rd Phase এ প্রবেশ করতে যাচ্ছো, তোমরা কীভাবে 3rd Phase এ শুরু থেকেই নিজেকে প্রস্তুত করবে সে ব্যাপারে ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ! যেহেতু 3rd Phase টা সবচেয়ে হেক্টিক, অনেক বেশি আইটেমের চাপ, পাশাপাশি ক্লিনিক্যাল ক্লাস সব মিলিয়ে নিজেকে খুব অগোছালো মনে হয়! তাই প্রথমেই তোমাদের জন্য একটা পরিষ্কার গাইডলাইন দিচ্ছি! ভালো লাগলে ফলো করতে পারো ইনশাআল্লাহ!
আজকে Microbiology কীভাবে পড়বে সে বিষয়ে বলবো!
Microbiology –
Pharmacology এর নলেজ এপ্লাই করতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন তা হচ্ছে Microbiology! কখন কোন Antibiotics চ্যুজ করবেন তার জন্য মাইক্রোবায়োলজির ক্লিন কাট কনসেপ্ট প্রয়োজন!
পাশাপাশি Lab Investigation কখন কী দিবেন / কততম দিনে দিলে কী রেজাল্ট আসবে এগুলোর ক্লিয়ার আইডিয়া পেতে মাইক্রোবায়োলজির নলেজের বিকল্প নেই। ফাইনাল ফেইজে মেডিসিন সার্জারী বুঝতেও এটা প্রয়োজন!
Text Book–
Lange Review – যদি আপনি পিওর গাইড পড়ুয়া স্টুডেন্ট ও হন, তবুও বলবো যত কষ্টই হউক অন্তত এই একটা বই পড়ুন। পড়ুন বলতে একদম A to Z পুরোটা বুঝে বুঝে পড়ুন। খুবই চমৎকার এবং সহজপাঠ্য বই। আপনি রিডিং পড়লেই বুঝতে পারবেন বইটি কত সুন্দর সহজ ও গোছানো! 4th Year এ যদি কোন বই না পড়েন তারপরও এই বইটি অবশ্যই পড়বেন।
অনেকে ইমিউনোলজি,প্যারাসাইটোলজি ইত্যাদির জন্য আরো কিছু বই সাজেস্ট করেন, তবে আমার পরামর্শ হলো যদি পড়তে পারেন তবে তো খুবই ভালো আর যদি না পড়েন তবে অন্তত Lange টা মেন্ডেটরী!
Guide – রিটেন পরীক্ষার প্রস্তুতির জন্য আসলে গাইডটা লাগে! এজন্য লেঞ্জের পাশাপাশি এক্সাম সিস্টেম বুঝার জন্য গাইডে চোখ বুলানোও জরুরি। Blueprint, Endeavour, Concept যেকোনোটাই ফলো করতে পারেন। আমার পরামর্শ থাকবে Blueprint ফলো করার, পাশাপাশি Parasitology & Immunology তে Concept এর হেল্প নিতে পারেন।
পড়াশোনা –
শুরু হবে General Bacteriology দিয়ে! আইটেম যত গুলোই থাকুক না কেন, আপনি কষ্ট করে হলেও যেভাবে বলি অইভাবে পড়ার চেষ্টা করেন। প্রথমে Lange টা নেন, সুন্দর করে রিডিং পড়েন, যেগুলো ইম্পোর্ট্যান্ট লাগবে মার্ক করবেন। এভাবে পুরো টপিকটা দুইবার পড়ে একটু আয়ত্ত করুন। এরপর গাইড খুলে দেখুন কি কি প্রশ্ন এসেছে। পাশাপাশি লেঞ্জ থেকে গাইড কারেকশন করে নিন। যদি লেকচারে স্যাররা কিছু বলে থাকে / সিনিয়রদের থেকে জানতে পারেন কি ধরে স্যাররা তা টুকে নিন।বছরের প্রথম থেকেই গুছানো থাকলে এক্সাম লোড অনেক কমে যাবে। প্রশ্ন সলভব করতে যে ক্রম ফলো করবেন তা হলো
নিজ ইউনিভার্সিটির প্রশ্ন 👉 অন্য ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ প্রশ্ন 👉 অন্যান্য প্রশ্ন
অর্থাৎ সম্ভব হলে সবগুলো প্রশ্নই দেখবেন। এভাবে প্রতিটা আইটেমের জন্য নিজেকে প্রস্তুত করবেন।
Term –
Written – প্রথমে Card পড়ুন। এরপর রিভাইস করুন। নেক্সট কার্ড পড়ুন তারপর আবার রিভাইস করুন।এরপর পুরোটা রিভাইস করুন। যেমন,
প্রথমে General Bacteriology পুরোটা পড়ুন! এরপর General Bacteriology রিভাইস করুন। এরপর Systemic Bacteriology পড়ুন, Systemic Bacteriology রিভাইস করুন। Virology পড়ুন, রিভাইস করুন! এবার পুরো First Term একসাথে রিভাইস করুন। যেটুকু ভুলে যাবেন সেখানে দেখে নিন।
Viva – পারলে সিনিয়র থেকে বক্স ( কার্ড প্রশ্ন) কালেক্ট করে পড়ে নিন, স্যারদের লেকচার ফলো করুন।
Prof –
রিটেন ভাইভা সেইম প্যাটার্নে প্রস্তুতি নিন। শুধু রিটেন সব সলভ করার পরে University প্রশ্ন সেশন ধরে সলভ করুন। যেমন November 25 সলভ করুন, এরপর May 25 এভাবে ৫-৭ বছরের প্রশ্ন সলভ করুন। এতদিন তো সিরিয়ালি পড়েছেন,এইভাবে সলভ করায় যেভাবেই প্রশ্ন হউক ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন। ভাইভার জন্য Box + স্যারদের প্রশ্নই এনাফ। চেষ্টা করবেন লেঞ্জের ভাষা,উদাহরণ দিয়ে উত্তর দিতে।
শেষ কথা – যারা Microbiology তে নিজেকে কনফিডেন্ট করতে চান তারা যদি অনলাইন রিসোর্সের সহযোগিতা নিতে চান তবে Mediverse এর Microbiology Full Course নিতে পারেন ইনশাআল্লাহ!
বেসিক ফি ২৮৪০ টাকা
Dr Sifat ভাইয়া & Dr Mosleh ভাইয়ার ক্লাসগুলো করলেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন কোর্সটি কতটা হেল্পফুল


Leave a Reply
You must be logged in to post a comment.