কমন প্রশ্ন : ফার্মাকোলজির ( Pharmacology ) জন্য কোন মেইন বইটা ফলো করবো?-
উত্তর :
আপনি এমন মেইন বই ফলো করতে হবে যেখানে আপনার দুটো টার্গেট ফিলাপ হবে।
১.আপনি Basic ভালো জানতে পারবেন।
২.আপনি সেই বইটার নাম বললে আপনার স্যার ম্যামরা এই বই থেকে রেফারেন্স (Referance) Accept করবেন।
স্যার ম্যামরা খুব গ্রহণ করেন এরকম চারটা বই :
- Katzung.
- Lippincott.
- KD Tripathi.
- Bennet & Brown.
- Katzung. এই বইটা আপনি পুরোটা তো পড়তে পারবেন না, It is Not for MBBS level টাইপ। Postgraduate student রা ফলো করে থাকেন বেশি। তবে এই বইয়ের কয়েকটা জিনিস খুব ভালো লাগার মতো :
১. Autonomic pharmaology এর Figure, Chart গুলো
২.এই বইয়ের chart, figure গুলো মেইন রেফারেন্স এগুলো ভাইবায় লাগবে।
৩. Autacoids Chapter টা এখান থেকে পড়বেন। ১০/৭ দিবো ,
2) Lippincot, Katzung এর তুলনায় অনেকটা সহজ। তুলনামূলক ছোট বই।
অনেক সুন্দর করে গোছানো তাই বইটা পড়তে গিয়ে ভয় আসবেনা। Classification গুলো চমৎকার গুছানো। আবার Adverse effect এ Animated Photo দেয়ায় undergraduate এ হেল্পফুল। এমবিবিএস লেভেলে বেশ হেল্পফুল। Maximum figure খুবই কার্যকরী। ১০/৯ দিবো
3) Kd Tripathi :এক কথায় বললে ফার্মাকোলজি জানার আগ্রহ কারো থাকলে এই বইটা দেখা উচিত।
Mechanism of action এর জন্য বইটাকে আমি গুরু মানি। এতো Detailed লিখেছে।adverse effect গুলো কম explain করেছে। স্যাররাও এটার রেফারেন্স accept করেন। ১০/৮ দিবো
4) Bennet and brown : General pharmacology যেখানে কোনো মেইন বইয়ে ভালো দেয়া নাই।এই বইটায় ভালো লিখছে।
Autonomic pharma , CVS pharma, Renal pharma বেশ ভালে লিখেছে। Indication গুলো ভালো লিখেছে। ১০/৮ দিবো।
আমরা MediVerse Pharmacology নিয়ে Course এনেছি , Pharma First Term কোর্স নিলে আপনার অনেক সময় বেচে যাবে,যেখানে আপনাকে অনেক বই ঘাটাতে হতো সেই কাজটা আমরা করে আপনার কাছে উপস্থাপন করছি, আগ্রহীরা জলদি Enroll করে ফেলুন
Demo Class :
Writter :
Adnan Mahmud Tamim
(SOMC 57)
Mentor
Pharmacology First term Course
MediVerse
Edited By : Nahid Hassan (19-20)
Leave a Reply
You must be logged in to post a comment.