Mood Disorder এ কি গুল্ম Use করবেন ?

ছবিতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন,
এটাকে বলে St John’s Wort,

একটা গুল্ম জাতীয় উদ্ভিদ,

Anxiery, depression এমন কিছু Mood disorder এ এটা ইউজ হয়

পাশপাশি, Menopause related symptoms,
Premenstrual symptom এও এটা ব্যবহার হতে পারে।

তবে Exam Purpose এ আমাদের জন্যে সবচেয়ে Important Line.

St John’s wort হচ্ছে একটি P 450 Enzyme Inducer..

এরকম আরো কিছু Inducer হচ্ছে

  • ১. Carbamazepine (যেটা আবার auto induction করে ! অর্থাৎ নিজেই নিজের Metabolism বাড়িয়ে দেয়)
  • ২. Phenobarbitone
  • ৩. Rifampicin
  • ৪. Griseofulvin
  • ৫. Chronic Alocohol Intake

এই প্রতিটি লাইন ই MRCP এক্সামের জন্যে ইম্পর্ট্যান্ট।

MRCP এক্সাম কারা দিবেন? স্টাডি পার্টনার খোঁজার দরকার নাই আপনাদের, সুখবর নিয়ে আসছি। MRCP যারা শুরু থেকেই পড়তে যায়, তাদের সমস্যা যেটা হয়, Theory বই পড়ে qs solve এর সময় পাওয়া যায় না। আবার, পড়ার সময় ধারণাও থাকে না কোনটা MRCP তে বেশি আসে, ফলে অপ্রয়োজনীয় টপিকে সময় চলে যায় বেশি।

এটার একটা সমাধান আমরা বের করেছি,

আমরা আপনাকে Step up to MRCP by Maghraby (latest edition) থেকে Theory আলোচনা করে , এরপরে passmedicine থেকে qs solve করে দিব ইনশা আল্লাহ

যারা ৫-৬ মাস পরে MRCP তে বসতে চান তাদের জন্যে ব্যাচ টা একটা পারফেক্ট চয়েজ হবে ইনশা আল্লাহ।

আর কারো যদি theory পড়া থাকে, শুধু qs solve করতে চান তাহলে শুধু qs solving part টুকু তে enroll করতে পারবেন। আবার কেউ থিওরি পড়তে চাইলে সে সুযোগ ও থাকবে ইনশা আল্লাহ। কালকে এই ব্যাচের একটি ডেমো ক্লাস হবে ইনশা আল্লাহ।

কোর্সটিতে মেন্টর হিসেবে থাকবে –
Dr. Md Omar Faruk Shawon
MBBS (DMC),
MRCP (PACES)
PLAB Part -1
OET

যারা যারা , Theory & Qs analysis for MRCP P-1 ব্যাচের ব্যাপারে আগ্রহী তারা আপনাদের মেইল আইডি কমেন্ট করলে ব্যাচের details+ study plan আপনাদের মেইল পাঠিয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ।

অথবা আমাদের মেন্টরকে / MediVerse পেইজে ইনবক্স করতে পারেন।