Writer : Sagar 19-20 BGCTMC
MPox কে World Health Organisation (WHO) Public Health Emergency হিসাবে ঘোষণা করেছে ..যা previously Monkey pox নাম এ পরিচিত ছিল। 2022 এর November এ নাম পরিবর্তন করা হয়।
আগে আমরা জেনে নিই সাধারণ কিছু তথ্য..
- ▫️Rare infectious disease caused by orthopoxvirus
- ▫️Mpox আবিষ্কার হয়েছিল 1958 সালে , ল্যাবে।
- ▫️first human case of mpox was recorded in 1970, in what is now the Democratic Republic of the Congo
- ▫️Africa, most cases are among children under 15 years old.
দুই ধরনের Monkeypox virus আছে :
- Clade I and clade II.
Clade I এর কারনে তুলনামুলক ভাবে severe এবং মৃত্যু হার বেশি . কিছু outbreak এ মোট আক্রান্তের 10% মানুষ মারা গেছে যদিও recent outbreaks এ মৃত্যু হার কম . Central Africa এ Clade I endemic..
Clade II এর কারনে 2022 এ global outbrack হয় . clade II infection severity তুলনামুলক ভাবে কম . survive rate: 99.9%, West Africa এ Clade II endemic
কিভাবে ছড়ায় Mpox?
🔴Person to person transmission : Close physical contact with mpox blisters or scabs
🔴Coughs or sneezes of affected person
🔴 Infected rodents (such as rats, mice and squirrels)
Symptoms of M pox :
Incubation period: 5 and 21 days
Rashes and flu-like symptoms…
- Fever
- Headache
- Muscle pain
- Backache
- Lymphenopathy
- shivering (chills)
- Fatigue
- Joint pain
Rash আসতে 1 to 5 days সময় লাগে
Rash প্রধানত শুরু হয় মুখ থেকে, তারপর শরীরের অন্য অংশে ছড়ায়। Orifice গুলো affected হয় ..mouth, vagina,anus
Mpox (monkeypox) rash painful হয় , pus থাকে এবং blister এ পরিনত হয়, ২-৪ সপ্তাহের মধ্যে এগুলো shedding হয়,আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠে।
Diagnosis and Tests !
- How is mpox diagnosed?
- By polymerase chain reaction (PCR)
Differential Diagnosis : Measles or Chickenpox.
lymphadenopathy এর মাধ্যমে mpox এর সাথে অন্য pox কে আলাদা করা যায়।
Other method :Detection of mpox virus or antibodies in blood
Management and Treatment !!
✅Usually a self-limited disease.
General management
🔶Monitor vital sign
🔶Prevent dehydration
🔶Antibiotics for secondary bacterial infections
How is Mpox treated?
বর্তমানে অনুমোদিত কোন antiviral treatments নেই. তবে severe case এ antiviral drugs যেমন Cidofovir or tecovirimat দেওয়া হয় .. যা smallpox বা এ ধরনের viral infections এ ব্যবহার হয়।
Prevention
কিভাবে mpox prevent করা যায় ?
📌Vaccination
📌Decreasing human contact with infected animals and limiting person-to-person spread.
Mpox vaccines :
smallpox এর vaccine mpox এর Against e protection দেয় . যারা mpox virus এ exposed হয়েছেন বা হওয়ার ঝুঁকিতে আছেন তাদেরকে Mpox vaccines দেওয়া হচ্ছে।
🔴Complications :
1️⃣Pneumonia
2️⃣Encephalitis
এ পোস্ট লেখার সময় সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী আফ্রিকার বাইরে সুইডেন আর পাকিস্তানে mPox এর রোগী পাওয়ার খবর জানা গেছে।
Edited By : Nahid Hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.