All About Pityriasis Rosea !!!

Writer : Mufti Dr. Ismail Azhari (MBBS, MRCP P-1)

ছবিটির দিকে লক্ষ করুন –

১৮ বছর বয়স, পিঠে গত ৭ দিন আগে বড় Circular lesion টা হয়,
একটা lesion ছিলো, পরবর্তী ৩-৪ দিনে আশে পাশে অনেক গুলি ছোট ছোট Lesion তৈরি হয়,

এইটার Diagnosis কি হবে? চিকিৎসা কি হবে?

আমরা যদি প্রথমত ছবির দিকে দেখি যে – বড় Circular lesion টা ring shape, Ring shape হলে এখানে Tinea D/D হিসাবে আসে, কিন্ত Tinea তে central clearance থাকে, মানে চার দিকে রিং আকৃতি গোলাকার lesion হলেও মাঝখানে Clear zone থাকবে ।

ছবির লেশন টাতে মাঝখানে কোনো central clearance নাই-– আবার কিছু কিছু কেসের মধ্যে central clear থাকতেও পারে, তবে প্রার্থক্য করার মুল উপায় হলো

Pytiriasis rosea তে একটা বড় oval patch এর চারপাশে অনেক ছোট ছোট patch থাকবে ।

আরেকটা বিষয়, Tinea একটা বড় লেশন হয়ে ৩-৪ দিন পর অনেকগুলি ছোট লেশন হওয়াটা অস্বাভাবিক

এবার তাহলে চিন্তা করি,

এই ধরনের Oval patch যা Mild itchy… যার আশে পাশে অনেক গুলি ছোট ছোট লেশন হয়, এই কন্ডিশন কে Pytriasis rosea বলে ।

এইটার কোনো কারণ জানা যায়না, এক প্রকার unknown atiology বলা যায়—
বড় patch টা কে Herald patch বলা হয়–

Mother Lesion Surrounded By Baby lesion.

Treatment :

  1. প্রথমত Counselling করবেন,
    এইটা পরিপূর্ণ ভালো হতে ১ -৩ মাস সময় লাগবে
  1. Tab- Fexo (120 mg)
    0+0+1 for 4 weeks,
  2. Emolent lotion (For 2 month)
  3. Topicort cream if excessive itching not controlled by Antihistamine

Edited By : Nahid Hassan