Alopecia areata কি?

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

চুল ঝরে পড়া একজন মানুষের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার, মানুষের সৌন্দর্যের অন্যতম হচ্ছে পুরো মাথা জুড়ে কালো চুল।

• Alopecia areata কি?

  • এটি একটি Auto immune diseaseHair follicle কে আক্রান্ত করে Hair loss induce করে, এখানে Patch আকারে Hair loss হয়
Alopecia Areata | Skinessence
  • দেখা যাবে, scalp এর একটা নির্দিষ্ট জায়গা জুড়ে hair loss হয়ে আছে, তবে কোনো scaly or flaky lesion থাকেনা

কারণ:

Genetic কারণে Alopecia areata হতে পারে।

• আবার কিছু কিছু রিসার্চে দেখা গেছে, ভিটামিন বি এবং ডি এর অভাবও Alopecia areata aggravate করতে পারে

Alopecia areata চিকিৎসা —

  • A. topical steroid (Clobetasol ointment)

BD dose —12weeks

  • B. Intra lesional Triamcinolone in severe case

( Trialon inj, 2-3 Weeks apart for 8 Weeks )

• Topical Minoxidil

(Hair grow 2%/ xenogrow 2% Scalp lotion নামে পাওয়া যায়।দিনে ২ বার করে ১২ সপ্তাহ)

• Tab. Floriz 1000 mcg (vit-B7)

1+0+1 (3 month).

Floriz 5000 | Arogga medicine

Cap- D-rise 20000 IU

( সপ্তাহে ১ টা করে 12 weeks) [ in case of vitamin D deficiency ]

Multivitamin

Control এ আসার পর Healthy Lifestyle maintain করতে হবেStress মুক্ত থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে

Edited By : Nahid Hassan.