Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)
Anthelmintics Medication : Deworming Agent ও বলা হয়,
মোটামুটি সবগুলি Anthelmintics Drug কমন 6 টা Helminths parasite সহ অন্যান্য প্যারাসাইট এর বিরুদ্ধে ও কাজ করে
যে 6 টা Parasite এর বিরুদ্ধে কার্যকর, তা হচ্ছে.
- 1..Ascaris
- 2..Trichuris trichiura
- 3.. Hookworm.
- 4..Pinworm
- 5..Ancylostoma duodenale
- 6..Necator americanus
এইগুলিকে STH ও বলা হয়, STH = Soil-transmitted Helminths.
এক বছর বয়সের পর থেকেই এইগুলি ট্রান্সমিশন হয়,, কারণ বাচ্চারা সাধারণত ১ বছরের পরেই মাটিতে খেলাধুলা করে।
যাই হোক…
Anthelmintics মেডিসিন সমূহের মধ্যে খুব কমন ৩ টা মেডিসিন রয়েছে, MIMS UK এর তথ্যানুসারে
আমরা এই ৩ টা নিয়ে জানবো।।।
Anthelmintics এর ডোজের জন্য আমাদের কে একটা বিষয় মাথায় রাখতে হবে. সেটা হচ্ছে বয়স,
বয়স ০-১২ মাস
১২ মাস থেকে ২৩ মাস
২ বছর থেকে উপরে….
(1) ০-১২ মাসের মধ্যে deworming করার কিংবা Anthelmintics দেওয়ার কোনো প্রয়োজন নাই,
(2) ১২ মাস থেকে ২৩ মাসঃ
Drug of choice : Albendazole/mebendazole যে কোনো একটা দিতে পারেন,
দুইটার কার্যকরিতা প্রায় একই
Dose of Albendazole ::
১২ মাস থেকে ২৩ মাস বয়স পর্যন্ত
Albendazole : 200 mg 1 single dose,
Tab :: Alben DS
1/2 tab stat
অথবা
syrup: Albendazole
1 TSF stat ( 1 TSF =200 mg)
আর ২ বছরের বেশি হলে–
Tab- Alben DS (400 mg)
1 tab stat
Or
Syrup :
Albendazole
2 TSF stat
Mebendazole এর ক্ষেত্রে ১২ মাসের পর থেকে সব বয়সের Dose একই.
3 ধরনের ফর্মুলা আছে.
১.. Chewable আর Regular tab আর সিরাপ।
Dose: 500-600 mg within 72 hours
এখন আপনি যদি চুষে খাওয়ার দেন,
তাহলে G mebendazole (500 mg)
1 single tab stat,
১ বছর থেকে নিয়ে Adult পর্যন্ত একই, অথবা 100 mg Tablet পাওয়া যায়,
সেই ক্ষেত্রে,
Tab: Mebendazole 100 mg (solas)
1+0+1 (3 days)
অথবা সিরাপঃ
syrup: Solas
5 TSF stat
Or 1 TSF BD (3 days)
বাচ্চার বয়স হিসাবে দিবেন,, মানে বাচ্চাকে এক সাথে ৫ চামচ খাওয়ানো সম্ভব হলে ৫ চামচ খাওয়াই দিবে, 5 TSF =500 mg
অথবা 1 TSF BD for 3 days
Pyrantel pamoate
Melphin নামে পাওয়া যায়.
Efficacy :: Albendazole and mebendazole এর চেয়ে অনেক কম কার্যকরী একটা ঔষধ,
২ বছরের পরেই ব্যবহার করতে বলা হয়েছে সব গাইড লাইনে। এক বছরের নিছে কোনো বাচ্চার visible worm থাকলে সেইক্ষেত্রে pyrantel pamoate দেওয়া যেতে পারে,
Pregnancy র ক্ষেত্রেও এইটাই দিবে যদি প্রয়োজন হয়।
Dose : 11 mg/kg
1 single dose stat.
যেহেতু এইটার কার্যকরিতা কম, তাই Mebendazole ব্যবহার করাই ভালো।
প্রথম ডোজে কাজ না করলে ৭ দিন পর ২য় ডোজ।
ফেমিলির সবাই একইদিনে Deworming করতে হবে।
Most common cause of Treatment failure is:. Poor family hygiene & family সবাই একই টাইমে চিকিৎসা না করা।
বিঃদ্রঃ
Hot weather কিংবা summer /winter season এর সাথে Deworming agnet ব্যবহার করতে পারা না পারার কোনো সমপর্ক নাই
যখন symptoms দেখা দিবে, তখন Deworming করবে,, Spring season হচ্ছে Helminthic এর Transmission এর সময়, তাই ওই সময় Deworming করা ভালো অন্য সময়ের তুলনায়,
৬ মাস পরপর Deworming Indicated।
Antihistaminic নেওয়ার সময় একটা ভিটামিন এ ক্যাপসুল নেওয়া ভালো।
Cap: Ratinol forte (2 lac IU) stat
Edited By : Nahid Hassan,
Leave a Reply
You must be logged in to post a comment.