Azithromycin কেন ৩ থেকে ৫ দিন দেওয়া হয়?

Writer : Mufti. Dr Ismail Azhari
MBBS, MRCP (London. UK) P-1
Founder -CCR Academy

Half life কাকে বলে?

যে সময়ে Drug টা Body থেকে ৫০% বের হয়ে যায়, তা ঐ ড্রাগের half life
ধরুন, Azithromycin এর half life 68 hours.
মানে আপনি যদি এখন Azithromycin 500 mg খান,
৬৮ ঘন্টা পরে আপনার ব্লাডে 250 mg Azithromycin পাওয়া যাবে
৬৮×২ =১৩৬ ঘন্টা পরে এই 250 mg Azithromycin এর অর্ধেক Blood এ পাওয়া যাবে, তথা 125 mg.
২০৪ ঘন্টা পরে 62 mg পাওয়া যাবে,
২৭২ ঘন্টা পরে 31 mg Azithromycin blood এ পাওয়া যাবে।

তার মানে আপনার সর্বশেষ ডোজ খাবার পরেও তা পরবর্তী আরো ২৭২ ঘন্টা বা ১১ দিন ব্লাডে থাকবে

একটা ড্রাগ সর্বনিম্ন যে পরিমান ব্লাডে থাকলে তা bacteria growth কে Prevent করে, তাকে Minimum Inhibitory Concentration of Drug ( MIC ) বলে।
একেক ব্যাকটেরিয়ার জন্য এইটা একেক রকম হয়।

যেমন Azithromycin যদি 1 ml blood এর মধ্যে Bacterial growth prevent করতে হয়, তাহলে 2 microgram Azithromycin যথেষ্ট

একজন সুস্থ মানুষের শরীরে 5L = 5000 ml blood থাকে

এখানে ব্যাকটেরিয়ার growth prevent করার জন্য Minimum 10 mg Azithromycin থাকতে হবে, আমরা Azithromycin এর half life থেকে দেখি, ১১ দিন পরেও প্রায় 31 mg Drug blood এ থাকে, যা Minimum inhibitory concentration থেকে অনেক বেশি।

তাই Azithromycin এর Dose Duration অন্যান্য ড্রাগ থেকে ভিন্ন- এইটা ৩ দিন দিলেও minimum inhibitory concentration হিসাবে শরীরে প্রায় ১৫ দিন থাকে- তাই কোনো Mild to moderate infection এ Azithromycin এর ডোজ ৩ দিন বা ৫ দিন দিতে পারেন

যেমন Acne তে প্রতি সপ্তাহে low dose এ ৩ দিন দেওয়া হয়, ৩ দিন দিলেও এইটা Body তে পুরো সপ্তাহ জুড়ে থাকে

এন্টিবায়োটিক এর Dose Frequency ঠিক করার জন্য
Half life, minimum inhibitory concentration, ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ।

Edited By : Nahid Hassan.