Writer : Mufti Dr. Ismail Azhari
MBBS, MRCP (UK part-1)
Sebaceous gland :
এক প্রকার Exocrine gland in skin যেখান থেকে sebum বের হয়,
Sebum কি?
sebum একটা oily substance, যা স্কিনের আদ্রতা বজায় রাখে,
Sebaceous gland বেশি থাকে Face এ।
আমরা জানি, মানবদেহে প্রতিনিয়ত অনেক cell death হয়, নতুন cell তৈরি হয়, এই dead cell গুলি sebum এর সাথে মিলে যদি Hair follicle কে Block করে দেয়, তখন সেখানে ছোট ছোট দানা দান Rash দেখা যায়, এইটাকে comedone বলে,
What is comedone? Clogged hair follicle.
এই comedone গুলি যদি superficial epithelial surface কে Rupture করে Environment এর সাথে তথা oxygen এর সংস্পর্শে আসে, তখন oxidize হয়ে এই গুলি Black হয়ে যায়,
তখন একে Blackhead বলে।
আর comedone যদি Skin Surface কে open করতে না পারে, তখন তাকে close comedone বলে।
কারো মুখে যদি Only comedone থাকে, তাকে Comedonal acne বলে,
Comedonal acne হচ্ছে Acne vulgaris এর early stage.
- চিকিৎসা –
- একটা Comedolytic agent দিলেই হবে,
- পর্যাপ্ত ঘুম যাবে,
- বেশি বেশি পানি পান করবে,
Comedolytic agent কি কি আছে?
- 1.. Benzoyl peroxide
- 2… Azelaic acid 20%
Treatment for Comedonal acne –
Cream: Benzac / Azelec 20%
প্রতিদিন রাত্রে. মুখ ধুয়ে ১ বার লাগাবেন-
রেস্পন্স করতে ৬-৮ সপ্তাহ লাগবে–
Edited By : Nahid Hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.