CKD তে কোন Vitamin দিবেন ?

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

CKD (Chronic Kidney Disease) তে ভিটামিন ডি এর পরিমান কমে যায়, কারণ Vitamin D এর Active form তৈরি হয় কিডনিতে,

যাদের CKD তাদের ভিটামিন ডি এর Active form তৈরি হয়না,

তাই CKD patient কে ভিটামিন ডি Supplementary দিতে হলে যে কোনো ভিটামিন ডি দিলে হবেনা,

বরং Active form of vitamin D দিতে হবে।

Calbo-D বা এমন যেসব ক্যালসিয়াম + ভিটামিন ডি এর Combination আছে, এখানে যে ভিটামিন D থাকে, তা Cholecalciferol হিসাবে থাকে.

এই cholecalciferol skin এ তৈরি হয়, তার পর Liver এ গিয়ে calcifediol হয়, তার পর Kidney তে গিয়ে Calcitriol হয়, এই Calcitriol হচ্ছে Active form of of vitamin D

Calcitriol is the active form of vitamin D, normally made in the kidney. It is also known as 1,25-dihydroxycholecalciferol.

এখন যে ব্যক্তির CKD, তাকে যদি আমরা Calbo-D দিয়ে থাকি, তাহলে সে যে D পাচ্ছে, তা cholecalciferol হিসাবেই থেকে যাবে তা active form হবেনা, Patient এর কোনো লাভ হবেনা,

Patient কে active form of vitamin D দিতে হবে, যাতে করে ভিটামিন ডি intestinal absorption of calcium বাড়াতে পারে

সেইজন্য CKD তে Vitamin D হিসাবে Calcitriol দেওয়া হবে।

  • Dicaltrol নামে পাওয়া যায়—
  • Tab- Dicaltrol 0.25 mcg
  • 1+0+0 (চলবে)

Edited By : Nahid Hassan.