Writer : Dr. Mohammad Mosleh Uddin (CMC)
সব Leukemia তেই কি CBC report এ WBC count বেশি পাবো? আচ্ছা এমন কি হয় যে, CBC তে Hb%, RBC, WBC, Platele count সবই কম।
দেখতে মনে হবে যেন Aplastic anaemia. কিন্তু আসলে সেটা Leukemia. এই Leukemia কে বলে Subleukemic leukemia বলে।

Clinically বুঝার উপায় কি??
যে এটা Aplastic anaemia নাকি Subleukemic leukemia?
Sternum এ একটা চাপ দেন।

যদি bony tenderness থাকে তাহলে suspect করবেন Subleukemic leukemia. আর যদি bony tenderness না থাকে তাহলে suspect করবেন Aplastic leukemia.
Edited By : MOHAMMAD NAHID HASSAN.

Leave a Reply
You must be logged in to post a comment.