Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)
Linagliptin ডায়াবেটিস এ ব্যবহার হয়, এইটা DPP-4 inhibitors.. DPP-4 ড্রাগ গুলি postprandial sugar control করে, ধরুন, কেউ Metformin পাচ্ছে, এখন তার fasting control এ আছে, কিন্ত মাঝেমধ্যে দেখে যায়, তার খারাবের পরে Sugar বেড়ে যায়, তাহলে তার ক্ষেত্রে Add on therapy হিসাবে Metformin এর সাথে linagliptin. Sitagliptine/ Vildagliptin যে কোনো একটা দিতে পারেন ।
তা ছাড়া Metformin দিয়ে Sugar Control লে না আসলেও DPP-4 inhibitors শ্রেণি থেকে যে কোনো একটা Add করতে পারেন।
Linagliptin থেকে Sitagliptin এর efficacy ভালো, আর সবচেয়ে বেশি effective Vildagliptin.
Linagliptin এর Maximum Dose হচ্ছে 5 mg daily,
যদি Metformin র সাথে Combination করে দিতে চান,
সেইক্ষেত্রে Linatab-M নামে পাওয়া যায়.
Linatab এর Speciality হচ্ছে এইটা CKD সব Stage এ দিতে পারবেন, এই একটা গুনের কারণে এইটা সব DPP-4 inhibitors এর মধ্যে অনন্য মর্যদার স্থান দখল করে আছে।
চলবে..
Edited By : Nahid Hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.