paracetamol_suppository

Writer : মুফতি ডাঃ ইসমাইল আজহারি ( MBBS, MRCP-P1)

রবিন ৬ মাস বয়স, ৭ কেজি ওজন, Runny Nose +Fever & জ্বর ১০৩ ডিগ্রি, কি করবেন?

বুঝতেই পারছেন, তার ভাইরাল ফিভার ( Viral Fever )

ভাইরাল ফিভারে বাচ্চার বাবা মা কে কাউন্সেলিং করতে হবে যে, জ্বর ১০২-৩ পর্যন্ত উঠানামা করতে পারে ৬ষ্ট দিন পর্যন্ত, ভয় পাওয়ার দরকার নাই, ঔষধ এ জ্বর না কমলে
নাপা সাপোজিটোরি ( Napa Suppository ) দেওয়া লাগতে পারে-

পেশেন্ট পার্টিকে এই বিষয় কাউন্সেলিং করবে, যে
জ্বর ১০২ ডিগ্রি বা তার উপর গেলে সাপোজিটরি দিতে হবে,

Suppository যে সব Power এ পাওয়া যায়,
Suppository : Napa 60 mg, 125 mg, 250 mg 500 mg.
ডোজ : 15 mg /kg 6 hourly, or 20 mg /kg/ 8 hourly

Suppository এবং Oral মেডিসিন একই টাইমে ব্যবহার করবেনা।

মনে করুন, ৮ কেজি বাচ্চা, জ্বর ১০২ ডিগ্রি,
তাকে Suppository দিলে ৮*১৫ = ১২০ mg তার মানে তাকে suppository Napa 125 mg দিয়ে দিলে হবে। আবার ৭ কেজি হলে ৭*১৫ = ১০৫ mg
যেহেতু ১০৫ mg কোনো Suppository ফার্মেসিতে পাওয়া যায়না, তাই তাকে Napa 125 mg suppository দিলেই হবে, একটু বেশি দিলে তেমন একটা সমস্যা হবেনা

আবার মনে করুন, বাচ্চার ওজন ১০ কেজি,
এই মুহুর্তে তার জ্বর ১০৩-৪ ডিগ্রি হয়ে গেলো,
এখন তাকে নাপা suppository দিতে হবে ১৫০ mg
১০*১৫ = ১৫০
mg
তবে ফার্মেসিতে suppository ১২৫ আর ২৫০ mg আছে, কোনটা দিবেন?

সে যেহেতু পাবে ১৫০, তাই তাকে ১২৫ দিলে যদিও ডোজ থেকে কিছুটা কম, তথাপি সমস্যা নাই, ১২৫ দিলেই হবে।
20-25 mg difference থাকলে তেমন একটা সমস্যা নাই,

আবার ধরুন, তার ওজন ১২ কেজি,
তাহলে সে পাবে ১২*১৫=১৮০ mg
এই ক্ষেত্রে তাকে ১২৫ ডোজ এর suppository দিলে ডোজ কম হয়ে যাবে, তাই তাকে ২৫০ mg দিবে, যদিও কিছুটা বেশি, তথাপি সমস্যা নাই, সেই ক্ষেত্রে তাকে পরবর্তী ঔষধ এর ডোজ ৬ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা পরে দিবে
এক কথা মনে রাখা চাই,

Daily Maximum ডোজ 60/kg/day এর বেশি না গেলেই হবে, যে বেলায় suppository দিবে, সেই বেলায় ঔষধ বন্ধ থাকবে। আর প্রতি ডোজ যেহেতু Maximum 20-25 mg/kg/dose এর বেশি না ।

Edited By : Nahid Hassan.