Writer : Arthi Saha.
- What is Edema?
Accumulation of excess fluid in interstitial space or body cavity.
Accumulation of fluid in body cavity is called effusion.
Cause of edema :
- Increased Hydrostatic pressure
Hydrostatic pressure এমন একটা pressure যেটা Fluid কে Vessel থেকে interstitial space এ বের করে দেয়।
2. Decreased osmotic pressure
Osmotic pressure Fluid কে Vessel এর মধ্যে রাখতে সাহায্য করে।
3. Lymphatic obstruction.
এটা একটু ভালো করে খেয়াল করি।
Arterial side of capillary তে osmotic pressure এর তুলনাই hydrostatic pressure বেশি। তাহলে আপনার ই বলুন তো কি হবে??
Easy, fluid Vessel এর বাইরে বের হয়ে আসবে।
তাহলে কথা হলো আমাদের কেন edema হচ্ছে না !!!
কারন টা হলো venous side of capillary তে osmotic pressure বেশি than hydrostatic pressure. So fluid vessel এর মধ্যে চলে আসবে। আর যেটুকু fluid interstitial space এ থাকবে তা lymphatic drainage এর মাধ্যমে venous circulation এ যাবে।
তাহলে কথা হলো, edema হচ্ছে কেন। ঐ যে ওই ৩ টা কারণ।
আরো ২ টা জিনিস মাথায় আসে edema পড়তে গেলে।
- What is hyparemia?
সহজ করে বলতে গেলে যখন কোনো জায়গাতে blood supply বেশি হবে মানে artery dilate হবে। যেমন : Inflammation.
- What is Congestion?
যখন কোনো জায়গাতে blood supply normal আছে কিন্তু blood সামনে যেতে পারছে না মানে venous occlusion. যেমন: trauma.
Edited By : Nahid hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.