Writer : Nargis Amin
Member of CCR team
তাহলে Chief Complain :
- loose motion.
- আম যায় মানে Mucous যাচ্ছে,
তাহলে Diagnosis হবে most provably Dysentery..
কারণ কি হতে পারে-
- ১৷ Bacterial Infection হতে পারে, কমন হচ্ছে E.coli
অন্যান্য গ্রাম নেগেটিভ Enterobacteriaceae হতে পারে- - ২৷ Viral Infection, Rota Virus থেকেও এমন হতে পারে-
- ৩৷ Food poisoning এই ক্ষেত্রেও E.coli common।
- ৪। Parasitic infection ও হতে পারে
উপসর্গ–
- পাতলা পায়খানা হবে,
- বমি হবে,।
- জ্বর আসতে পারে
- পেট ব্যাথা করতে পারে
যদিও বাচ্চাদের অধিকাংশ ডায়েরিয়া Rota Virus দিয়ে হয়, তথাপি অনেকের ক্ষেত্রে ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে।
ব্যাকটেরিয়া হলে E coli infection হওয়ার সম্ভাবনা ৯০%, সাথে anaerobic infection হতে পারে.আমাদের GIT তে Anerobic organisms গুলি normal flora থাকে;যা শরীরের জন্য উপকারী। কিন্তু abnormal condition হলে উপকারী ব্যাকটেরিয়া গুলো নিজ জায়গা থেকে
স্থানান্তরিত হয়ে infection হয়।
Diagnosis :
ব্যাকটেরিয়াল ডায়রিয়া সাধারণত ২ ধরনের Bacteria দিয়ে বেশি হয়,
১. E. Coli ( গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়া)
২. Anaerobic Bacteria.
Treatment :
তাই ডায়রিয়া চিকিৎসায় সাধারণত ২ ধরনের Anibiotic use হয়। অর্থাৎ Gram negative and Anerobic Coverage দিতে হবে।
তাহলে Gram (-ve) এর জন্য Ciprofloxacin আর
Anaerobic এর জন্য Metronidazole
(পায়খানার সাথে রক্ত গেলেও এগুলি দিতে হবে)
ডায়রিয়াতে Zinc loss হয়। তাই জিংক সিরাপ দিতে হবে।
Dose : Cipro : 10 kg তে আধা চামচ দিন দুইবার
Syrup cipro (1/2 TSF দিনে ২বার——৭দিন)
Syrup : Metro (1/2TSF দিনে ৩বার)
ওজন বেশি হলে ডোজ একটু বাড়াবে,
যথা
age more than ২ year (wt 15-20kg)———-১চামচ করে দিনে
Xinc সিরাপের ডোজ এক বছরের নিছে হলে৷ ১/২ চামচ করে দিন ২ বার, ১ বছরের উপরে হলে ১ চামচ করে দিনে ২ বার
বমির জন্য, (Ondansetron)
Syrup. Anset (1/2 চামচ করে দিনে ৩বেলা)
তাহলে, In case of Fatiha :
1. Syrup Cipro
১চামচ দিনে ২বার ৭দিন
2. Syrup Metro
১চামচ দিনে ৩বার
3. Syrup Anset
১/২ চামচ দিনে ৩বার
4. Syrup. Zinc
১চামচ করে দিনে ২বার
Same problem
In case of adult :
- 1. Cap. Cipro 500mg
- 1+0+1
- 2. Tab metro 400mg
- 1+1+1
- 3. Tab xinc B
- 1+0+1
- 4. Tab anset 8mg
- 1+1+1 (খাবার আগে)
আর সাথে ওরস্যালাইন খাবে।
আরেকটা কথা..
ডায়েরিয়ার এখন একটা Excellent Treatment হচ্ছে,
Azithromycin 500 mg 2 tab stat, একসাথে দুইটা খেলে খুব দ্রুত ডায়েরিয়া ভালো হয়,
Pregnancy র ক্ষেত্রে Cipro ব্যবহার করা যাবেনা, সেই ক্ষেত্রে Azithromycin দিতে হবে।
Edited By : Nahid Hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.