Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)
IBS Type D এর চিকিৎসা নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম কয়েক মাস আগে… সেখানে আমি বলেছিলাম… Ondansetron বা Emistat tablet দেওয়ার জন্য…
আমি বলেছিলাম refarance Davidson… কয়েকজন ভাইয়া মেসেজ করলেন, ওনারা ড্যাভিডসনে এইটা পান নাই, ড্যাভিডসনে Emistat এর কোনো কথা বলা নাই.
আসলে ড্যাভিডসন একটা Vast Reference book.. এখানে সব কিছু বিস্তারিত লেখা নাই, এইটা পড়ার সময় চিন্তা করতে হবে, এখানে প্রতিটা লাইন ই অনেক গুরুত্বপূর্ণ।……..
যাই হোক. IBS এর চিকিৎসায় . Emistat (Ondansetron) আপনারা ড্যাভিডসন খুললেও পাবেন না,
কারণ সত্যিই ড্যাভিডসন সরাসরি Ondansetron লিখে নাই…
তাহলে আমি কোথায় পেলাম, আমি ড্যাভিডসনেই পেয়েছি..
ড্যাভিডসনে অনেক সময়- কোনো ড্রাগের জেনেরিক নাম না দিয়ে সেখানে ড্রাগের ক্লাসের নাম দিয়ে দেওয়া হয়,
যেমন ধরুন, কোথাও HTN এর জন্য সরাসরি Amlodipine লিখবে, আবার কোথাও CCB বা Ca Channel Blocker লিখবে…
IBS type-D এর চিকিৎসায় Ondansetron না লিখে 5HT-3 antagonist লেখা হয়েছে… যাদের Pharmacology জানা আছে, তারা ভালো ভাবেই জানেন যে…
Ondansetron (Emistate) হচ্ছে 5HT-3 antagonist Drug.. . এইটা gut motility কমিয়ে ডায়েরিয়া বন্ধ করতে পারে. আবার অন্য Mechanism এও বমিও বন্ধ করে, . এবং কয়েক দিনের মধ্যে পায়খানা শক্ত করে Constipation করতে পারে.
IBS type -D তে যাদের কে দিয়েছি.. সবার Response rate অনেক ভালো ছিলো।
IBS type D মানে Diarrhoea predominant থাকে.
Edited By : Nahid Hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.