Investigations Of Rheumatoid arthritis !!

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

Rheumatoid arthritis পেশেন্ট সাধারণত হাতের আংগুল এর জয়েন্ট ব্যাথা নিয়ে আসবে,

বলবে সকালে ঘুম থেকে উঠলে হাত খুলতে পারেনা, আধা ঘন্টা এক ঘন্টা পরে ঠিক হয়, Distal Inter phalngeal joint কখনোই আক্রান্ত হবেনা।

আপনি সব গুলি জয়েন্ট দেখবেন হাতের, যদি দেখেন ১০ টা জয়েন এ ব্যাথা, তাহলে suspected diagnosis of Rheumatoid arthritis.

৩ টা পরিক্ষা দিবেন.

  • R/A factor.
  • Anti ccp.
  • X ray hand and feet.

R/A factor ৩০ % Patient এ Negative আসতে পারে,

তাই অবশ্যই Anti CCP দিয়ে Confirm হয়ে তারপর চিকিৎসা শুরু করবেন

Anti-CCP এর একটা বিশেষ সুবিধা আছে, রোগ হবার ১০ বছর আগে থেকেই এইটা Positive হতে পারে,

তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করা যায়, ডায়াবেটিস যেমন IHD এর ঝুকি বাড়ায়, ঠিক তেমন RA হলেও IHD ঝুকি বাড়বে।

Edited By : Nahid Hassan.