Writer :
Dr. Tania Hafiz
2003-2004
আমি একবার একজন রোগী দেখলাম তার বয়স ১৯বছর । ৯ বছর বয়সে তার বিয়ে হয়েছিল। তারপর ১বছর সংসার করে এরপর ডিভোর্স হয়। এখন তিনি গার্মেন্টসে কাজ করেন।
Complaints :
- *H/O Labia minora enlargement for last 3 Years.
- *Burning sensation during micturation
- *Slight lower abdominal pain
- *Period is regular.
- *No H/O Leucorrhea, itching vagina and fever
Examination:: Vital signs and others are normal.
Per Abdominal:: Slightly Tender lower abdomen
Per Vaginal:: Enlarged both Labia Minora (Symmetrical). No cyst/ growth /swelling /scratching mark/ no discharge.
During examination no feeling pain.
বললাম এটাতো কোনো সমস্যা নয়। কিন্তুু রোগী ও রোগীর নানী খুবই চিন্তিত। কারন রোগীর মা প্রতিবেশীদের কাছে শুনেছেন যে এটা ভয়ানক সমস্যা, গত ৬মাস তারা হাজার হাজার টাকা খরচ করে ঔষধ খাওয়াচ্ছে মেয়েটাকে কিন্তুু কোনো উন্নতি নাই। এখন লোকজন বলছে এটা থেকে ক্যান্সার হতে পারে। তাই তুমি এখন মেয়েকে ডাক্তার দেখাও। নানীর সাথে মেয়েকে পাঠিয়ে দেয়া হলো আমার কাছে।
দেখলাম, শুনলাম তাদের কথা আর বুঝালাম নানীকে ছবি একে আসলে সমস্যাটা কোথায় হয়েছে এবং এটা টিউমার বা ক্যান্সার না বললাম। কিন্তুু তাদের কথা যে অপারেশন করা যায় না??
বললাম যাবে না কেন? অবশ্যই যায় কিন্তুু কেন এতো অল্প বয়সে অপারেশন করবেন? তারা মনস্থির করেই এসেছেন যে অপারেশন করবেন। তারপর তাদের বলে দিলাম কোথায় কোন ডিপার্টমেন্টে যাবেন। আমার কাউন্সিলিংও শেষ হলো😥।
আসুন এবার আমরা এই “Labial Enlargement / Hypertrophy ” সম্পর্কে আলোচনা করি। হ্যা এটা Common কোনো Case না। আমিই সেদিন আমার দীর্ঘ প্রাকটিসে প্রথম পেয়েছিলাম।
Common হোক আর না হোক জেনে রাখলে অন্তত যদি ভবিষ্যতে এমন রোগী কারো চেম্বারে আসে তাহলে তাকে কিছু না কিছু কাউন্সিলিং তো করতে পারবো।
Labia Minora
Labia minora are a pair of thin cutaneous folds that form part of the vulva.
Function:: Protective structures that surround the clitoris, urinary orifice and vaginal orifice.
Glands:: Sebaceous glands, Bartholin’s gland.
Diseases:: Folliculitis, Contact dermatitis, STD, Allergy, Candidiasis, Infection.
Hypertrophy of Labia Minora
🔴 Causes :
———————
- Due to genetics.
- As estrogen and other female hormones increase during puberty, many changes take place, including growth of the labia minora.
- During pregnancy, increased blood flow to the genital area can increase pressure and lead to a feeling of heaviness sometimes.
- Due to infection.
- Due to trauma.
🔴 Symptoms/ problems :
——————————————-
If the hypertrophy is mild, it may not notice. Bcz It’s covered or protected by Labia majora. If It’s more hypertrophy….
- Hygiene problem : Have probleam to clean the area after toileting or during period etc.
- Long labia can rub on underwear. Prolonged friction can lead to rough, irritated skin that’s very sensitive.
- Enlarged labia can hurt during physical activities, pain and discomfort can occur during intercourse.
🔴 How to diagnose :
————————————-
No special test to determine labial hypertrophy.
Only by physical examination : to diagnose the labia minora enlargement.
🔴 Treatment :
————————–
If labial hypertrophy isn’t causing problem, then don’t need treatment. It’s not harmful to overall health.
If labial hypertrophy interferes life, physical activities even conjugal life then consult with gynaecologist.
Surgery ” Labioplasty” need for severe labial hypertrophy. During labioplasty a surgeon removes excess tissue. They can reduce the size of the labia and reshape it.
🔴 Advice :
—————————
Surgery is the big step and not always necessary for labial hypertrophy. Follow these steps…..
- 1>> When bathing use only mild soap that contains no colour, chemical and make sure to rinse thoroughly with water.
- 2>> Avoid wearing underwear that rubs labia and too tight. Choose loose-fitting cotton wear.
- 3>> Avoid wear tight pants, leggings etc. Wear comfortable dress.
- 4>> Before exercise be careful.
Edited By : Nahid Hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.