𝐩𝐡𝐚𝐫𝐦𝐚𝐜𝐨𝐥𝐨𝐠𝐲 কিভাবে পড়বো!
খুব গুরুত্বপূর্ণ এই সাবজেক্ট নিয়ে ভীতিও অনেক।
অনেক মুখস্থ করতে হয়,indication,contraindication adverse effect
আবার drug এর mechanism শিখতে হয়
সবার মুখে নানান কথা!
আসলে বুঝে বুঝে পড়ার চেষ্টা করলে সবই সহজ হয়ে যায়।
তো কিভাবে পড়া যায় pharmacology সাবজেক্ট টা?
১.সবারই ইচ্ছে থাকে মেইন বুক পড়া।
তো সবাই পড়তে চায় katzung!
বাস্তবতা হলো katzung বইটা reference বুক।post graduation based.
আবার গোছানোও না।
আপনি কিভাবে ফায়দা নিতে পারেন?
katzung এ প্রতি চাপ্টারের শুরুতে basic physiology দেয়া থাকে।আর ফিজিওলোজি ভালো ভাবে বুঝেন মানেই আপনি ফার্মাকোলজির বস হতে পারবেন! আপনি যদি নিজেকে খুব বেসিকসহ একজন
knowladgeable person হিসেবে দেখতে চান
আপনাকে katzung এর হেল্প নিতে হবে।
-আবার কোনো mechanism of action আপনি খুব ডিটেইলসে বুঝতে চাচ্ছেন আপনাকে যেতে হবে katzung এ।
-আমি শখ করে মেইন কপিটা নিয়েছিলাম।আমি শুধুমাত্র mechanism of action পড়তে এই বইটা ইউজ করতাম,পড়ে মজা পেতাম ভালো ও লাগতো।
-বাস্তবতা হচ্ছে তৃতীয় চতুর্থ বর্ষে সময় মাত্র একবছর।এই কম সময়ে সাথে আছে অন্য সাবজেক্ট ,পুরো একটা মেইন বুক বিস্তারিত ভাবে পড়াটাও সম্ভব না।
আপনাকে বেসিকটা গড়তে হবে আবার পরীক্ষা পাশও করতে হবে।
সেজন্য আপনাকে হতে হবে tricky!
autonomic pharmacology ,respiratory pharmacology ,autacoids এই টপিকগুলো katzung পড়তে মিস করবেন না!
২.lippincott বইটা সংক্ষেপে বেসিক জানতে অনেক হেল্প করবে।
ছোট্ট একটা বই কিন্তু রস অনেক!
কারো যদি অন্তত একটা বেসিক বুক পড়ার ইচ্ছে থাকে আমি এটাই সাজেস্ট করবো।
কারণ হচ্ছে রেফারেন্স বুক মানে যে বইটা সব টিচাররের কাছে বিশ্বস্ত সোর্স,যেটা থেকে রেফারেন্স দিলে কেউ নিবে!
সো তুলনামূলক ছোট বই আবার জ্ঞানরস ও বেশি!
মিস করবেন কেনো?
৩.KD Tripathi বইটাও একটা জেম।
খুব বিস্তারিত জানতে হলে বইটা আপনাকে অনেক হেল্প করবে।
আবার এটাকে রেফারেন্স বুক বললেও ভুল হবেনা।
৪.এছাড়াও brenner,garg pharma এই বইগুলোও পড়তে পারেন।ভালো বই।
সারকথা :
আপনি নোটবই পড়েন আর যাই পড়েন একটা রেফারেন্স বুক এর সান্নিধ্যে থাকাটা জরুরী।
আপনার বেসিক গড়তে এটা দরকার।
আবার আপনি যখন গাইড নোটবই পড়বেন,এগুলোয় প্রচুর ভুল আছে।ভুল ধরতে হলেও তো নলেজ দরকার।
সেই নলেজটা আপনাকে দিবে মেইনবুক।
নোটবই নিয়ে পরামর্শ :
১.একটা বইয়ের suggestion দিতে পারি :
ingredient বইটা গুছানো অনেক।তবে এটা কোনো গাইডবই না।বিভিন্ন রেফারেন্স বুকের একটা compiled নোট!
ভালো বই!
২.কোনো গাইডের নাম আমি সাজেস্ট করবোনা।
তবে বলে রাখা দরকার ,আপনার যেহেতু পরীক্ষা পাশ দরকার আবার ভাইবায় গুছিয়ে বলা দরকার।
সো প্রচলিত নোটবুক যেকোনো একটা ফলো করলে আমি ভালো মনে করি।
কারণ সেখানে সাজানো বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো থাকে।
পরীক্ষায় কী আসবে তা আইডিয়া করতে পারবেন।
শুধুমাত্র নোটবুক পড়ে পাশ করলে অনেক বেসিক মিস করতে পারেন।
pharmacology এক বৎসর পড়ে রেখে দেয়ার মতে সাবজেক্ট না।
আজীবন লাগবে।ড্রাগের নাম লিখেই তো প্রাকটিস করবেন,সো আজীবন জানার বিষয় এটা।
একটা ড্রাগ দিচ্ছেন সেটা কতোটা কার্যকরী,দাম কতো,পেশেন্ট compliance কেমন,adverse effect কী!
আরো কতো বিষয় জানা জরুরী!
সো সাবজেক্টটা ভালোভাবে পড়বেন!
হ্যা আরও একটা কথা :
mediverse এর pharmacology 1st and second term কোর্স আছে।
এখানে আমরা মেইন বুককে যথেষ্ট গুরুত্ব দিয়ে ক্লাসগুলো নেয়ার চেষ্টা করছি।
ADNAN MAHMUD TAMIM
SOMC,57th MBBS
Leave a Reply
You must be logged in to post a comment.