Premenstrual Syndrome/ symptoms সম্পর্কে কি জানি !!

Writer : Dr. Tania Hafiz (2003-2004)

আমরা সবাই Premenstrual Syndrome/ symptoms সম্পর্কে মোটামুটি জানি। কিন্তুু এটা কি জানি যে —কেন এই ধরনের লক্ষনগুলো/ সমস্যাগুলো আমাদের মেয়েদের হয়?🤔?

এর পিছনের কারন কি🤔?

আমার রোগীরা যখন জিজ্ঞেস করেন ” ম্যাম কেন এমন ব্যাথা হয়?” আমি এককথায় বলে দেই “হরমোনের পরিবর্তনের জন্য“। কিন্তুু নিজের যখন জানার ইচ্ছা হলো একগাদা বই নিয়ে বসলাম। উফফ এত্তোকিছু আছে এরমাঝে কে জানতো। জানলাম, বুঝলাম, মাথায় রাখলাম।

কিন্তুু একা জানা কি ঠিক? / আর জ্ঞান কখনো নিজের মাঝে রাখতে হয়না। সবার সাথে শেয়ার করতে হয়। তাইতো আজ গ্রুপের সবার সাথে শেয়ার করছি।

জানি সবাই এগুলো জানেন, তারপরও আরেকটু না হয় জানলাম, শিখলাম, বুঝলাম।

আসুন তাহলে বিস্তারিত আলোচনা করি ——–

Mood Swings😥😊

During period oestrogen and progesterone levels to drop. A shift in these hormones can lead to both physical and emotional symptoms. Changes in oestrogen and progesterone levels also influence serotonin levels.

Fatigue🤦‍♀

Fatigue before a period is thought to be linked to a lack of serotonin, a brain chemical that can affect mood.

Before period starts each month, the serotonin levels may fluctuate significantly. This lead to a major dip in energy level.

Headache💆

Headache before period because of decrease level of oestrogen and progesterone. These hormones are triggers for headache during/ before menstruation.

Breast pain🙎😣

Before/ During period the levels of hormone like oestrogen and progesterone changes.

👉Estrogen causes the Breast ducts to enlarge.

👉Progesterone causes swelling of milk glands.

Abdominal bloating🤮

About a week before period start, the level of progesterone fall. The changes in oestrogen and progesterone levels cause the body to retain more water and salt. The body’s cells become swollen with water, causing the feeling of bloating.

Back pain, LAP 😰😖

During menstruation prostaglandin secretion occur(too much). These chemicals makes the uterus muscles tighten and relax (contraction). This is abdominal crump/ LAP.

In uterine contraction which which radiate through the web of nerves within the pelvic region. Sometimes press on blood vessels in the area, limiting or cutting off the supply of oxygen the nearby muscles.

Edited By : MOHAMMAD NAHID HASSAN.