Psoriasis এর Updated চিকিৎসা !!

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

একটা Psoriasis এর Patient কে যখন আপনি চিকিৎসা করবেন :

১.. Regular emollient for life long.

২.. Dermasol cream
সকালে ১ বার, (৪ সপ্তাহ)

৩.. Dyvon cream
সন্ধ্যায় একবার (৪ সপ্তাহ)

৪ সপ্তাহ পরে আসতে বলবেন Followup

যদি ভালো হয়ে যায়, তাহলে
Emollient regular চলবে,
আর Dermasol সোমবারে একদিন,
dyvon শুক্রবার একদিন করে নিয়মিত চলবে (৩-৬ মাস)
এইটাকে Maintainance Treatment বলে, এইটা দিবে যেনো Relapse না হয়,

৪ সপ্তাহ পরে আসলো, ভালো হলোনা,, কি করবেন—-

  • Cream: Dermasol
    সকালে একবার (৮ সপ্তাহ)
  • Cream: Dyvon
    সকালে + সন্ধায় (৮ সপ্তাহ)
    ৮ সপ্তাহ পরে Followup –

যদি ভালো হয়ে যায়, তাহলে Maintainance Therapy (৬ মাস)

আর যদি ভালো না হয় তাহলে–

  • cream: dermasol
    সকালে + সন্ধ্যায় (৮ সপ্তাহ)
  • Cream: dyvon
    সকালে + সন্ধায় (৮ সপ্তাহ)

যদি ভালো হয়ে যায়, তাহলে
Emollient regular চলবে,


সাথে Maintainance Therapy ৩-৬ মাস

Dermasol and Dyvon BD করার পরেও যদি ভালো না হয়, তাহলে এইটা আর GP case হিসাবে চিকিৎসা দেওয়া যাবেনা,
Specialist এর কাছে Refer করে দিবেন-
[[NICE guidelines ]]

Note:
Patient কে একটু আশ্বস্ত রাখার জন্য আপনি
Trade name change করে দিতে পারেন.
Dermasol (এইটা potent steroid Clobetasol propionate)
বাজারে Dermasol, clovesol, topiclo ইত্যাদি নামে পাওয়া যায়,


Dyvon, এইটা ভিটামিন D analogue. (calcipotriol)
বাজারে Dyvon, planex, Dyvonex নামে পাওয়া যায়।

Special Note: কিছু রিসার্চে দেখা গিয়েছে, oral vitamine D supplementary 2-6 month নিলে সোরিয়াসিস কন্ট্রোলে চলে আসে...

তাই উপরের চিকিৎসার সাথে
Cap- D-Rise (20000 unit)
প্রতি সপ্তাহে একটা করে ৬ মাস

Edited By : MOHAMMAD NAHID HASSAN.