Writer : ডা. কাওসার, ঢামেক, কে-৬৫
COVID-19 রোগীকে রোগের তীব্রতার উপর ভিত্তি করে ৩ ভাগে যদি ভাগ করি,
- ★ Mild to Moderate
- ★ Severe
- ★ Critical
- Mild to Moderate: সাধারণত অক্সিজেন লাগে না। বাড়িতেই ভাল থাকে। এমন রোগীদের সংখ্যাই বেশি।
- Severe: অক্সিজেন লাগতে পারে। লাগলেও nasal cannula দিয়ে high flow অক্সিজেন যথেষ্ট। mechanical ventilation সাধারণত লাগে না।
- Critical: Mechanical ventilation লাগতে পারে। এদের সংখ্যা খুবই কম।
কোন রোগী কোন গ্রুপে যাবে এটা কিভাবে ঠিক করবো?
Severity Scoring Tools :
- Co-morbidities :
1. প্রথমেই খুঁজতে হবে তার নিচের কোন রোগ আছে কিনা?
- HTN
- DM
- COPD
- Asthma
- TB
- Smoker
এগুলোর যে কোন ২ টা বা তার বেশি থাকলে score_ 2
2. রোগী immunocompromised কিনা?
- AIDS
- Severe Malnutrition
- Chronic Steroid use
- Immunosuppressive drugs intake
- Cancer and taking anticancer drugs
এগুলো যে কোন ১ টা বা তার বেশি থাকলে score_ 2
3. HTN অন্য কোন cardiovascular disease আছে কিনা?
থাকলে score_ 2
এখন কারো যদি উপরের 1, 2/1,3/2,3/1,2,3 সবই থাকে তাও টোটাল হবে score_ 2
Mobility :
রোগী একা একা হাসপাতালে আসেনি, কাউকে সাথে নিয়ে এসেছে, দেখেও অসুস্থ মনে হচ্ছে, score_ 1
রোগী হাঁটতে পারছে না, trolly তে করে এনেছে, score_ 2
Fast Respiratory Assessment :
প্রথম দৃষ্টিতে দেখলেন রোগীর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, respiratory distress. psychogenic ও হতে পারে, তাই একটু chest auscultate করলেন, wheeze শোনা যাচ্ছে বা rhonchi/crepitation পাওয়া যাচ্ছে, বা রোগী খুব lethargic/poor respiratory effort বা silent chest এর মত, score_ 3
Respiratory Rate (RR) :
- Bradypnea, RR: 9 বা তার কম, score_ 2
- Tachypnea, RR: 20-27, score_ 2
- RR: 28 বা তার বেশি, score_ 4
Pulse :
- Bradycardia, pulse: 45 বা তার কম, score_ 2
- Tachycardia, pulse: 110 বা তার বেশি, score_ 3
Temperature :
- Sepsis হয়ে hypothermia থাকতে পারে, Temperature: 95°F বা তার কম, score_ 2
- Fever থাকতে পারে, Temperature: 101°F বা তার বেশি, score_ 3
Blood Pressure :
- Inflammatory vasodilation বা cardiac complications হয়ে heart failure, তাই decreased cardiac output. ফলাফল, SBP: 90 বা তার কম, score_ 4
- রোগী আগে থেকে Hypertensive, এবং SBP: 160 বা তার বেশি, score_ 2
Assessment করে যা যা পেলেন তা এবার যোগ করুন।
- Total Score: 1-4 ★ Mild to Moderate
- Total Score: 5-7 ★ Severe
- Total Score: 8 বা তার বেশি ★ Critical
এবার এ অনুযায়ী সিদ্ধান্ত নিন, কাকে কি বলবেন, কার জন্য কি করবেন।
Edited By : Nahid Hassan.
Leave a Reply
You must be logged in to post a comment.