Sulfonylureas দিলে ৫ টা বিষয় মাথায় রাখবেন।

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

যখন কাউকে Sulfonylurea (Dimerol. Comprid SR) ইত্যাদি দিবেন অবশ্যই ৫ টা বিষয় মাথায় রাখবেন

1. এই ড্রাগ গুলি SIADH ( Syndrome of inappropriate antidiuretic hormone ) করে, অর্থাৎ ADH secretion বাড়িয়ে দেয়,

তখন কি হয়? Body তে Fluid ধরে রাখে। dilutional Hyponatremia হতে পারে।

2. যেহেতু Body তে Fluid ধরে রাখে, তাই Heart failure এ এইটা দেওয়া যাবেনা

3. এইগুলি খাবার রুচি বাড়িয়ে দেয়, এবং ওজন বাড়ায়, তাই obesity তে এইগুলি দেওয়া হয়না, এমন কি IHD risk বাড়ায়,

4. Liver function abnormal করে,

5. Hypoglycaemia করে

Edited By : Nahid Hassan.