Tag: Jaundice

  • Hep- A রোগী কে কী Counselling করবেন ?

    Hep- A রোগী কে কী Counselling করবেন ?

    Hepatitis দ্বিতীয় পর্ব : Writer : ডা. কাওসারঢামেক, কে-৬৫ Hep A ও E নিয়ে আগে পড়েছিলাম। কিভাবে কেন কি দিয়ে হয়, হয়ে কি করে এসব আমরা জানি। আজ মূলত পড়বো এদের Diagnosis ও Treatment নিয়ে। প্রথম কাজ History নেওয়া, খাবার পানির History, রাস্তা ঘাটে খোলা খাবার পানি, হাবিজাবি খায় কিনা, বাসায় বিশুদ্ধ পানি খায় কিনা,…

  • আমরা কী আরাম করে Hepatitis A টাকা দিয়ে কিনে খাই ??

    আমরা কী আরাম করে Hepatitis A টাকা দিয়ে কিনে খাই ??

    Hepatitis প্রথম পর্ব : Writer : ডা. কাওসার (ঢামেক, কে-৬৫) অনেক ছোটবেলায় আমার একবার জন্ডিস হয়েছিল। আমি তখন গ্রামের বাড়িতে। আমার নানী আমাকে নিয়ে যান পাশের বাড়ির এক মহিলা ওযা বা কবিরাজের কাছে। তিনি আমার হাতে চুন মাখিয়ে রাখেন কিছুক্ষণ। তারপর একটা পাত্রে পানি নিয়ে হাত ভিজিয়ে কচলে চুনগুলো পরিষ্কার করেন। পরিষ্কারের পর দেখা যায়…

  • Acute liver failure কিন্তু Jaundice নেই !! এমনটা কি হতে পারে?

    Acute liver failure কিন্তু Jaundice নেই !! এমনটা কি হতে পারে?

    𝗔𝗰𝘂𝘁𝗲 𝗟𝗶𝘃𝗲𝗿 𝗙𝗮𝗶𝗹𝘂𝗿𝗲 Liver fail করা মানেই হচ্ছে Liver এর সব Function altered হতে শুরু করবে।ফলাফল – তরতর করে Liver Enzyme গুলো বাড়বে (বিশেষত AST,ALT )কমে যাবে , Bilirubin কে Metabolism এর ক্ষমতা। Vit K কে Active করার ক্ষমতা। পাওয়া যাবে –✅ JAUNDICE✅ COAGULOPATHY যেসব রোগীদের চোখটা হলুদ, bleeding tendency বেড়ে যাবে, বুঝে নিবেন রোগী…