Topic About Acrodermatitis Enteropathica.

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

৭ মাসের বাচ্চা, নাক, চোখ কান, হাতের আংগুল এর আশেপাশে এমন Crusty lesion নিয়ে আসছে, সাথে Alopecia and diarrhoea আছে,

Impetigo suspected করে Treatment দেওয়া হচ্ছে কিন্তা ভালো হচ্ছেনা ৷

Diagnosis and Treatment কি?

Diagnosis : Acrodermatitis Enteropathica.

Acrodermatitis enteropathica হচ্ছে একটা autosomal recessive disorder. যেখানে GIT থেকে Zinc absorption হয়না, severe zinc deficiency হয়, zinc এর লেভেলে 50 microgram /dl থেকে কমে যায়, এবং Dermatitis +diarrhoea +alopecia নিয়ে পেশেন্ট আসবে, বয়স ১ বছর এর কম হবে।

এখানে super infection of staphylococcus হয়ে থাকে৷ তাই impetigo চিন্তা করে চিকিৎসা করা হয়, ইনফেকশন কিছুটা কন্ট্রোল হলেও রোগ পরিপূর্ণ ভালো হয়না,

তাই চিকিৎসা হিসাবে life long zinc supplementary দিতে হবে,

Syrup: Zinc

  • ৬ মাসের কম হলে আধা চামচ করে দিন ২ বার,
  • ৬ মাসের বেশি বাচ্চাদের ১ চামচ করে দিনে ২ বার

Zinc deficiency তে আরো অনেক রোগ হতে পারে-

  • 1.. Perioral dermatitis
  • 2… Acrodermatitis
  • 3…Alopecia
  • 4.. Hepatosplenomegaly
  • 5. Hypogonadism
  • 6..মানসিক অস্থিরতার অন্যতম কারণ zinc deficiency.

Edited By : Nahid Hassan.