Topic About Haemic Murmur !!

Writer : Dr. Mosleh Uddin. (MBBS, CMU) Mentor, MediVerse

Severe anaemia এর কারণেও কিন্তু heart এ murmur পাওয়া যায়।
আর সেই murmur এর নাম হলো Haemic murmur.

এটা একটা Mid-systolic murmur.

Best heard at pulmonary area ( left 2nd intercostal space )

Anaemia এর correction করলেই এই murmur disappears হয়ে যায়। Hb% <6 g/dL হলে প্রায় 30% ক্ষেত্রে আমরা ECG তেও change পাই।

কি change পাই?
-ST depression
-T inversion or flat

Hb% correction করলেই আলহামদুলিল্লাহ ECG normal হয়ে যায়।

Previous coronary artery disease (CAD) আছে এমন patient এর যদি anaemia develop করলে তাহলে তাঁদের angina frequency বেড়ে যায়

এমনকি patient older হলে MI হওয়ার ও possibility থাকে।

তাই আমরা IHD (ischemic heart disease)
এর patients দের anaemia correction এর ব্যাপারে খুব alert থাকবো ইনশা আল্লাহ