Writer : ডা. কাওসার, ঢামেক, কে-৬৫

পুরান কাসুন্দি ঘেঁটে লাভ নাই, তবুও একটু ঘাঁটি। সেই বিদেশ ফেরত জনগণ, যাদের ১৪ দিন তো দূরের কথা, ৭ দিনও আটকে রাখা যায়নি। যার ফল এখন সবাই ভোগ করছি।

SARS-COV-2 ভাইরাসের doubling time ৩-৬ দিন। এরপরে viral load কমতে থাকে। যাদের immunity impaired বা co-morbidities আছে তাদের নিজেদের শরীরের impaired immune response এর জন্যই ডেভেলপ করে যতসব complications.

virus culture করা খুব কঠিন ও সময় সাপেক্ষ একটি কাজ। এই কাজটি করতে একজন COVID-19 রোগীর শরীর থেকে sample নিয়ে culture করা শুরু হল।

১ থেকে ৭ দিন পর্যন্ত collect করা তার প্রতিটি sample culture এ virus grow করছে, কিন্তু ৮ম দিন থেকে virus grow করছে না!

রোগী যে সুস্থ হয়েছে তা কিন্তু না, বা তার follow-up RT-PCR negative আসছে সেটাও না!

এ কারণে বলা হয় কোন COVID-19 রোগী ১৪ দিন বা তার বেশি অসুস্থ থাকলেও, infectious থাকে সাধারণত ৭ দিন পর্যন্ত

রোগী যখন সুস্থ হল, তখন তার আবার follow-up RT-PCR করা হল। রিপোর্ট positive! কিন্তু কিভাবে?

সুস্থ হওয়ার পরেও অনেকের অনেক বেশি Dead virus particle shedding হয়। RT-PCR machine ওটাকেই virus মনে করে positive report দেয়। অনেক ক্ষেত্রে এমন false positive রিপোর্ট সে সুস্থ হওয়ার ১-২ মাস পর্যন্ত আসতে পারে!

তাই এমন হতেই পারে, যেমন কেউ প্রথমে positive হয়ে পরে negative হলেন, কিছুদিন পর আবার positive, কিন্তু কোন symptoms নাই!

এই ঘটনার ব্যাখা এমন হতে পারে, তার দ্বিতীয় follow-up sample যেটা negative আসছে, সেটার collection method বা test procedure এর কোথাও কোন ভুল ছিল। অন্যথায় সেটাও positive আসতো!

তাই symptomatically সুস্থ হওয়ার পর positive রিপোর্ট আসলেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী একই strain এর ভাইরাস দিয়ে re-infection এর সম্ভাবনা প্রায় শূন্য।

large extent mutation হয়ে ভাইরাস নতুন চেহারায় আবির্ভূত হলে সেটা অন্য ব্যাপার, আল্লাহ না করুক।

Edited By : Nahid Hassan.