Writer : Dr. Tania Hafiz 2003-2004 Z.H Sikder Women’s Medical College and Hospital
সৃস্টিকর্তা আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গপ্রতঙ্গকে সৃষ্টি করেছেন কোনো না কোনো কাজের জন্য। ভেবে দেখুন সবকিছুর প্রয়োজন আছে আমাদের প্রতিনিয়ত। শরীরের কোনো অংশ ছাড়া আমরা চলতে পারিনা।
তেমনই শরীরের একটা প্রয়োজনীয় অংশ হলো “জিহ্বা” (Tongue).👅
জিহ্বা ছাড়া আমাদের কী চলে🤔? কখনওই না।
এই জিহ্বা আমাদের জন্য কী কী কাজ করছে?
এর আবার কী কী রং হয় (যা দেখে আমরা রোগ নির্নয় করি)
কী কী রোগ হয় এই জিহ্বায়?
আজ যখন জানবেন যে এক জিহবাতেই এতো রোগ তখন বুঝবেন মানুষের শরীরে কত যে রোগ হতে পারে।
মাঝে একদিন হঠাৎ জিহ্বায় কামড় লাগলো নিজের দাতেই 😥। উফফ। তারপর হলো Injury। ঝাল খেলেই জ্বালাপোড়া। কি যে এক যন্তনা। আর জীবনে যে কতোবার চা খেতে জিহ্বায় গরম ছ্যাকা লেগেছে তা বলে শেষ করতে পারবোনা। মেজাজ তখন কি যে খারাপ লাগে কারন এরপর আমি খাবারের স্বাদ পাই না গরম ছ্যাকার ফলে।
একটা ভ্রান্ত ধারণা আছে বাঙ্গালিদের “নিজের দাতে জিহ্বায় কামড় লাগলে নাকি কেউ মনে করছে এটা মনে করা হয়।” এটা যে ভুল আমরা সবাই সেইটা জানি।
যাইহোক জিহ্বা নিয়ে বলতে গেলে অনেককিছুই বলা যায়। আজ এতোটুকুই বললাম আর বাকিটা নিচে ⬇
Definition : The fleshy muscular organ in the mouth of a mammal.
Part : The human tongue is divided into 2 Parts :
Oral part: at the Front
Pharyngeal part: at the Back
Function :
Chewing and swallowing food
For speech
Taste buds present here, so we get different types of taste from here.
Some disease’s examination :
Anaemia
Jaundice
Cyanosis
Taste sensation examination
Tongue Colour changes in some diseases :
👅White tongue=> Thick or heavy white coating on the surface of tongue: Leukoplakia Oral thrush also.
👅 Red tongue with a mapped appearance=> Geographic tongue.
👅 Red tongue only=> Glossitis that means inflammation of tongue. Or any injury/trauma.
👅 Red tip of the tongue=> Can signify mental or emotional stress
👅 Black and hairy tongue=> Happened when bacteria build up, also regular smoker. (Hairy tongue also known as trichoglossia)
👅 Yellow tongue=> Liver or stomach problem. Also found in poor oral hygiene.
👅 Brown tongue=> Heavy coffee drinking, smoking. Also in lung problems.
👅 Pale tongue=> Vitamin, iron deficiency.
👅 Gray tongue=> Indicate long term digestive and intestinal problems.
👅 Purple tongue=> Indicates blood stasis which may be sign of heart complications.
Leave a Reply
You must be logged in to post a comment.